আর জি কর আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের নথি সরবরাহের ক্ষেত্রে কোনও অভিযোগ নেই বলে আদালতে জানালেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ অভিযুক্তদের আইনজীবীরা। শনিবার আলিপুরের সিবিআই আদালতে মামলার চার্জ গঠনের শুনানিতে এ কথা জানান তাঁরা। প্রসঙ্গত, এর আগে আলিপুর কোর্ট এবং কলকাতা হাই কোর্টে সিবিআইয়ের নথি সরবরাহ নিয়ে একাধিক বার অভিযোগ করেছিল অভিযুক্ত পক্ষ। বিস্তারিত ভাবে নথি সরবরাহ করতে সিবিআইকে নির্দেশও দিয়েছিল হাই কোর্ট।
সূত্রের খবর, হাই কোর্টের নির্দেশের পরে সিবিআই দ্রুত মামলার সব নথি তুলে দেওয়া হয়। প্রচুর পরিমাণে নথি থাকায় অধিকাংশ স্ক্যান করে পেনড্রাইভে পুরে অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে হাই কোর্টের নির্দেশ ছিল, নথি কোনও সমস্যা থাকলে আলিপুর কোর্টের বিচারককে তা জানাতে পারবেন অভিযুক্তদের আইনজীবীরা। তার ভিত্তিতে সিবিআইকে উপযুক্ত নির্দেশও দিতে পারবেন আলিপুরের বিচারক। প্রসঙ্গত, আগামীমঙ্গলবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আর জি করের দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ার সময়সীমা সংক্রান্ত শুনানি আছে। এই মামলার যে দ্রুত বিচার প্রয়োজন, তা আগের শুনানিতেই জানিয়েছে হাই কোর্ট।
আদালত সূত্রের খবর, সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবীকে দেওয়া কিছু নথি অস্পষ্ট ছিল। এ দিন সিবিআইয়ের তরফে ফের স্পষ্ট নথি সুমনের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়। এদিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, সন্দীপের দেহরক্ষী আশরাফ আলী খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন। এই মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)