নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন কুন্তল ঘোষকে আদালতকক্ষের বাইরে ডেকে টাকা চেয়েছেন দু’জন! বৃহস্পতিবার কলকাতায় ইডির বিশেষ আদালতে এমন অভিযোগই জানান কুন্তল। তাঁরা তাপস মণ্ডলেরও নাম নিয়েছেন বলে অভিযোগ নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তলের। বৃহস্পতিবার মামলার শুনানির সময়ে তিনি এজলাসেই উপস্থিত ছিলেন। শুনানির প্রায় শেষের দিকে একটি পর্যায়ে কুন্তল বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরেই তিনি বিচারকের উদ্দেশে জানান, দু’জন ব্যক্তি তাঁকে এজলাসের বাইরে ডেকে নিয়ে যান। আদালতকক্ষের বাইরে ওই দুই ব্যক্তি তাঁর থেকে ১৯ কোটি টাকা চেয়েছেন বলে আদালতে দাবি কুন্তলের।
বিচারককে কুন্তল বলেন, “দু’জন লোক আমাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে তাপস মণ্ডলের টাকা দে।” প্রয়োজনে বিচারককে আদালত চত্বরের সিসি ক্যামেরা দেখার জন্যও অনুরোধ করেন কুন্তল। ওই কথা শোনার পরে বিচারক তাঁকে বাইরে না-যাওয়ার প্রস্তাব দেন। কুন্তলকে তিনি বলেন, “আপনি ভিতরেই বসুন। পরের দিনও ভিতরেই থাকবেন।” শেষে আদালতের কর্তব্যরত পুলিশ আধিকারিক (কোর্ট ইনস্পেক্টর)-এর কাছে লিখিত অভিযোগ জানাতে যান। পরে হেয়ার স্ট্রিট থানাতেও লিখিত অভিযোগ জানান তিনি।
আরও পড়ুন:
নিয়োগ মামলায় এখন বিচারপর্ব চলছে। সেইমতো আদালতে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবারও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়ের সাক্ষ্যগ্রহণ হয়েছে ইডির বিশেষ আদালতে। এরই মধ্যে মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল আদালতে দাবি করেন, এজলাসের বাইরে ডেকে দু’জন ব্যক্তি তাপসের নাম করে তাঁর থেকে টাকা চেয়েছেন।
২০২৩ সালের জানুয়ারিতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার বিবিধ অভিযোগ তুলে বার বার সরব হয়েছিলেন তিনি। ইডি, সিবিআই তাঁর উপর চাপ দিচ্ছে বলেও এক সময় অভিযোগ তুলেছিলেন কুন্তল।