Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Coronavirus

আক্রান্ত কি না, বলবে এক্স-রে?

গবেষণা প্রকল্পটির প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর হলেন আইআইইএসটি-র অধ্যাপক অঙ্কিতা প্রামাণিক।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০১:৫২
Share: Save:

প্রত্যন্ত এলাকায় করোনা সংক্রমণের গতিবিধি বুঝতে মুশকিল আসান হতে পারে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-র গবেষণা। এক্স-রে প্লেট দেখেই যাতে মানবদেহে কোভিডের অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দেওয়া যায়, তেমনই এক প্রযুক্তি তারা তৈরি করেছে বলে দাবি ওই শিক্ষা প্রতিষ্ঠানের। এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বাস্থ্য দফতরের সঙ্গে গবেষণা করছে প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্‌স বিভাগ।

গবেষণা প্রকল্পটির প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর হলেন আইআইইএসটি-র অধ্যাপক অঙ্কিতা প্রামাণিক। স্বাস্থ্য দফতরের তরফে যুক্ত আছেন বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক কৌশিক চৌধুরী, যোগীরাজ রায় এবং কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক অরুণাংশু তালুকদার। অঙ্কিতাদেবী জানান, আরটি-পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের উপস্থিতি নির্ণয় সময়সাপেক্ষ। এ ক্ষেত্রে সহায়ক হতে পারে নতুন প্রযুক্তি। তিনি বলেন, ‘‘এটি এক ধরনের অ্যাপ। রোগী করোনায় আক্রান্ত কি না, এক্স-রে প্লেট দেখে বলে দেবে সেই অ্যাপই।’’

কৌশিকবাবু বলেন, ‘‘কোভিড-নিউমোনিয়া, কোভিড আছে কিন্তু নিউমোনিয়া নেই এবং সাধারণ এক্স-রের ক্ষেত্রে এই প্রযুক্তির ফল প্রাথমিক ভাবে দেখা হয়েছে।’’ অরুণাংশুবাবুর কথায়, ‘‘এক্স-রে করার যন্ত্র থেকে কোভিডের অস্তিত্ব জানা যাবে, এটা ভাল ব্যাপার। তবে প্রচুর এক্স-রে প্লেট পরীক্ষার পরেই কিছু বলা সম্ভব।’’

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Covid-19 X-Ray
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy