Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Kolkata Metro

নোয়াপাড়া মেট্রোর কাজে গতি

নোয়াপাড়া থেকে যশোর রোড পর্যন্ত মেট্রো পথ নির্মাণের কাজও দ্রুত এগিয়েছে বলেই দাবি মেট্রোর।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৫:১১
Share: Save:

সমস্যা কাটিয়ে দ্রুত এগোচ্ছে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর কাজ। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ প্রকল্পে যশোর রোড সংলগ্ন স্টেশনের নির্মাণকাজের গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। নোয়াপাড়া থেকে যশোর রোড পর্যন্ত মেট্রো পথ নির্মাণের কাজও দ্রুত এগিয়েছে বলেই দাবি মেট্রোর।

নির্মীয়মাণ মেট্রো পথের একটি অংশে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত লোকাল ট্রেনের একটি উড়ালপথ ছিল। বন্ধ হয়ে যাওয়া ওই রেলপথের একাংশ ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী মেট্রোর জন্য। পাশেই অন্য একটি উড়ালপথ তৈরি করা হচ্ছে বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী মেট্রো চলাচলের জন্য। মেট্রো সূত্রে খবর, বিধি মেনে নির্মাণ কাজ চালানো হচ্ছে। সপ্তাহখানেক আগে বিমানবন্দর স্টেশনের সব চেয়ে উপরের অংশের ছাদের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়। মেট্রো সূত্রের খবর, মেট্রো পথ নির্মাণের কাজ ত্বরান্বিত করা হয়েছে। মেট্রো কর্তাদের দাবি, বছর দুয়েকের মধ্যে কাজ সম্পূর্ণ হতে পারে।

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Noapara Metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE