বিক্ষোভে আটকে গেল বেআইনি বাড়ি ভাঙার কাজ।
কলকাতা হাই কোর্টের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার নোটিসে বিধাননগরের সুকান্তনগর এলাকায় একটি বেআইনি ছ’তলা বাড়ি ভাঙার কাজ শুরু করেছিল বিধাননগর পুরসভা। শুক্রবার সেখানে ভাঙার কাজ করতে গিয়েই বাসিন্দাদের বিক্ষোভের সামনে পড়লেন বিধাননগরের পুর আধিকারিকেরা। অভিযোগ, এ দিন সকাল সাড়ে দশটার সময়ে সুকান্তনগরের ওই বাড়িটি ভাঙতে গেলে সেখানকার মহিলা আবাসিকেরা গেটে তালা
ঝুলিয়ে দেন।
কলকাতা হাই কোর্টের নির্দেশে ওই ভাঙার কাজ করতে চাইলেও বাসিন্দারা কথা শুনতে চাননি বলে অভিযোগ। এর পরে বাড়ির গ্যারাজ-সহ কিছু জায়গায় ভাঙার কাজ সেরে পুর আধিকারিকেরা ফিরে আসেন। বিধাননগর পুরসভা সূত্রের খবর, এ দিন কাজে বাধা পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ হিসাবে আইনি পথে হাঁটতে চাইছেন পুর কর্তৃপক্ষ। সরকারি কাজে বাধা দানের অভিযোগও আনা হতে পারে বাসিন্দাদের বিরুদ্ধে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ বৃহস্পতিবার ওই ছ’তলা
বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছিল। এলাকা সূত্রের খবর, বাড়ির বাসিন্দারা সেই নির্দেশ ঠেকাতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)