Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Kolkata Municipal Election 2021

Kolkata Corporation election 2022: ভুলে গেলে চলবে না, দিল্লির পরেই দূষণের দিক থেকে শহর কলকাতা দ্বিতীয়

বাসিন্দারা অকারণেই মাইক নিয়ে হঠাৎ হঠাৎ উচ্চস্বরে গানবাজনা শুনতে শুরু করেন। এলাকায় শান্তি বিঘ্নিত হয়।

গ্রাফিকছ শৌভিক দেবনাথ।

গ্রাফিকছ শৌভিক দেবনাথ।

মীর আফসার আলি
মীর আফসার আলি
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৭:১৩
Share: Save:

রাস্তাঘাট খারাপ নয় আমাদের এলাকায়। বেশ ভালই বলা যেতে পারে।

হয়তো আবর্জনা জমে থাকে না। হয়তো রাস্তাঘাট মোটের উপরে পরিচ্ছন্ন। তবু শব্দদূষণ আর দৃশ্যদূষণ রয়েই গিয়েছে। বাসিন্দারা অকারণেই মাইক ব্যবহার করে হঠাৎ হঠাৎ উচ্চস্বরে গানবাজনা শুনতে শুরু করেন। এলাকায় শান্তি বিঘ্নিত হয়। একই ভাবে গাছ ঢেকে যায় বিজ্ঞাপনে। এ গুলোও তো পুরসভার দেখার কথা। যতটা গাছ থাকার কথা ততটাও যেন নেই। হোর্ডিংয়ের সংখ্যা কমিয়ে গাছের সংখ্যা বাড়ালে আদতে উপকার সবার। সাদার্ন অ্যাভিনিউ বা লেক রোডে কিন্তু এই অভাবটুকুও চোখে পড়ে না। আনোয়ার শাহ রোডে তুলনায় অযত্নের ছাপ স্পষ্ট।

অঞ্চলের পানীয় জল সরবরাহ নিয়ে আমার কোনও অভিযোগ নেই।

বর্ষায় জল জমে নিকাশি ব্যবস্থার সস্যার কারণেই। যেটা একেবারেই কাম্য নয়। এই দিকটিও একটু দেখলে ভাল হয়।

পর্যাপ্ত আলো পুরসভা আমাদের এলাকার জন্য বরাদ্দ করেছে। ফলে, এই নিয়েও আমার কিছু বলার নেই।

শুধু নিজের এলাকার বাসিন্দা নয়, সবার মুখ চেয়েই বলব, শহরে দূষণ সত্যিই মাত্রাতিরিক্ত। শীত ঢুকছে শহরে। কিছু দিনের মধ্যেই কুয়াশা, এবং ধোঁয়াশার আস্তরণ জানান দেবে কলকাতার আবহাওয়া কতটা দূষিত। এক মাত্র উপায় প্রচুর সবুজায়ন। গাছ শুধু রোপন করলেই হবে না। তার পরিচর্যাও করতে হবে। তবেই তা সে শহরবাসীকে পর্যাপ্ত অক্সিজেন জোগাতে পারবে। ভুলে গেলে চলবে না, দিল্লির পরেই দূষণের দিক থেকে শহর কলকাতা দ্বিতীয়।

(সংকলন: উপালি মুখোপাধ্যায়)

অন্য বিষয়গুলি:

Kolkata Municipal Election 2021 Mir Afsar Ali Celebrity Column
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy