Advertisement
০২ নভেম্বর ২০২৪
WBPCB

বাসের পর এ বারে শহরে আসবে বিদ্যুৎ চালিত হলুদ ট্যাক্সি

কলকাতায় ইতিমধ্যেই ২০টি বৈদ্যুতিক বাস চলছে। দুর্গাপুর আসানসোলেও চলছে ২০টি সিএনজি চালিত বাস।

এ বারে শহরে বিদ্যুৎ চালিত হলুদ ট্যাক্সি আসছে। —ফাইল চিত্র।

এ বারে শহরে বিদ্যুৎ চালিত হলুদ ট্যাক্সি আসছে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৪
Share: Save:

ইলেকট্রিক বাসের পর এ বার ই-ট্যাক্সি। পরিবহণ এবং পরিবেশ দফতরের যৌথ উদ্যোগে এ বার কলকাতার রাস্তায় দৌড়বে দূষণহীন ই-ট্যাক্সি।

মূলত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগ এটি। পর্যদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এ দিন জানিয়েছেন, তাঁদের লক্ষ্য কলকাতার সমস্ত হলুদ ট্যাক্সিকে ই-ট্যাক্সিতে পরিবর্তিত করা। তাঁর দাবি, বর্তমানে প্রায় ২২ হাজার হলুদ ট্যাক্সি রয়েছে শহরে। ওই ট্যাক্সিগুলিকে ইলেকট্রিক ট্যাক্সিতে পরিবর্তন করা হলে শহরে দূষণ অনেকটা কমবে।

পর্ষদের পরিকল্পনা, প্রাথমিক ভাবে ১ হাজার হলুদ ট্যাক্সির মালিককে ওই সুযোগ দেওয়া হবে। তাঁদের আবেদনের ভিত্তিতে পর্ষদ ট্যাক্সি পিছু ১ লাখ টাকা অনুদান দেবে ইলেকট্রিকে পরিবর্তিত করার জন্য। এ ছাড়াও রাজ্য সরকারের ঘোষিত নীতি অনুযায়ী আরও দেড় লাখ টাকা পাবে ওই ট্যাক্সির মালিক।

আরও পড়ুন: টালা সেতুতে বাস বন্ধ, চূড়ান্ত দুর্ভোগের শিকার যাত্রীরা, বিকল্প পথ বাছতে কাল বৈঠক নবান্নে​

এ দিন সংস্থার তরফে জানানো হয়েছে, ওই ট্যাক্সিগুলিকে পর্যাপ্ত বিদ্যুতের চার্জ সরবরাহ করার জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে চার্জিং পয়েন্ট। পর্ষদের এক আধিকারিক বলেন, ‘‘এমনিতেই ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করতে হয়। সে ক্ষেত্রে বিদ্যুতে চালালে সেই গাড়িও কার্যকরী রাখা সম্ভব।’’

আরও পড়ুন: পুজোর ক’দিন গুগ্‌ল ম্যাপ খুললেই মিলবে রাস্তার টাটকা হাল হকিকত​

কলকাতায় ইতিমধ্যেই ২০টি বৈদ্যুতিক বাস চলছে। দুর্গাপুর আসানসোলেও চলছে ২০টি সিএনজি চালিত বাস। শহরেও আরও বিদ্যুৎচালিত বাস চালানোর পক্ষে সওয়াল করেন পর্ষদের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, প্রথম দফায় ১ হাজার ট্যাক্সিকে বৈদ্যুতিকরণ সম্ভব হলে, তার পরে পর্যায়ক্রমে বাকি ট্যাক্সিগুলোকেও সুযোগ দেওয়া হবে।

অন্য বিষয়গুলি:

WBPCB Cabs E-Cabs Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE