Advertisement
০৫ নভেম্বর ২০২৪
West Bengal Police

ভুয়ো পরিচয়ে ভাড়ায় থাকা আটকাতে অ্যাপ আনছে রাজ্য পুলিশ

ভুয়ো নথি জমা দিয়ে কেউ এ রাজ্যের কোথাও ভাড়াটে হিসেবে থাকার চেষ্টা করলে তথ্য যাচাইয়ে বিষয়টি ধরা পড়বে। ফলে পুলিশ নাম পাল্টে বা পরিচয় লুকিয়ে থাকা ভাড়াটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

— প্রতিনিধিত্বমূলক ছবি।

শিবাজী দে সরকার
কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৪ ০৭:৫৮
Share: Save:

ভুয়ো নথি জমা দিয়ে ভাড়াটে হিসেবে থেকে এ রাজ্য বা শহরে দুষ্কৃতীরা অপরাধ করছে, এমন ঘটনা নতুন নয়। তাই ভাড়াটের পরিচয় সম্পর্কে সবিস্তার জানতে এবং তাদের নথি যাচাই করতে এ বার অনলাইন অ্যাপ আনতে চলেছে রাজ্য পুলিশ। সেখানে ভাড়াটে সম্পর্কিত সব তথ্য যেমন পুলিশ যাচাই করে দেখতে পারবে, তেমনই সেই সব তথ্য জমাও থাকবে অ্যাপে।

পাশাপাশি, ভুয়ো নথি জমা দিয়ে কেউ এ রাজ্যের কোথাও ভাড়াটে হিসেবে থাকার চেষ্টা করলে তথ্য যাচাইয়ে বিষয়টি ধরা পড়বে। ফলে পুলিশ নাম পাল্টে বা পরিচয় লুকিয়ে থাকা ভাড়াটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। রাজ্য পুলিশ সূত্রের খবর, ওই অ্যাপ তৈরির কাজ চলছে। পুলিশ কর্তাদের আশা, সামনের মাস থেকেই সেটি চালু হয়ে যাবে।

কী ভাবে কাজ করবে অ্যাপটি?

পুলিশ সূত্রের খবর, ওই ব্যবস্থায় বাড়ির মালিক এবং ভাড়াটে— দু’পক্ষকেই আধার সম্পর্কিত নথি-সহ বিভিন্ন তথ্য জমা দিতে হবে। যা স্থানীয় থানা বা পুলিশকর্মীরা খতিয়ে দেখবেন। এর ফলে কেউ ভুয়ো নথি দিলে তা ধরা পড়বে। উল্লেখ্য, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গত কয়েক বছরে একাধিক বাংলাদেশি জঙ্গি গ্রেফতার হয়েছে, যারা এ রাজ্যে এসে বাড়ি ভাড়া নিয়েছিল ভুয়ো নথি জমা দিয়ে।

বর্তমানে ভাড়াটে সম্পর্কে তথ্য বাড়ির মালিককেই স্থানীয় থানায় দিতে হয়। গোটা রাজ্যে ওই ব্যবস্থা চালু থাকলেও বাড়ির মালিকদের বিরুদ্ধে অভিযোগ, অধিকাংশ সময়ে তাঁরা সেই তথ্য পুলিশের কাছে জমা দেন না।

নতুন ব্যবস্থা চালু হলে বাড়ির মালিকের সঙ্গেই ভাড়াটেকেও নিজের তথ্য পুলিশের ওই অনলাইন ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে। পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক অনলাইনে ওই ভাড়াটে সম্পর্কিত তথ্য দিলে তার একটি লিঙ্ক যাবে ভাড়াটের মোবাইলে। সেটি ক্লিক করে ভাড়াটেকেও আধার কার্ড-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ফলে কেউ ভুয়ো নথি জমা দিয়ে বাড়ি ভাড়া নিলে তা সহজেই ধরা পড়ে যাবে বলে পুলিশের দাবি।

তবে পুলিশ ওই ব্যবস্থা চালু করতে চাইলেও তাতে ভাড়াটে কিংবা মালিকেরা কতটা সাড়া দেবেন, তা নিয়ে সন্দেহ থাকছে। বর্তমানে ভাড়াটে সংক্রান্ত ফর্ম ভরে থানায় জমা করার নির্দেশ থাকলেও তা করেন না অধিকাংশ বাড়ির মালিকই। তবে এই অনলাইন ব্যবস্থা চালু হওয়ার পরেও তথ্য জমার নির্দেশ মানা না হলে বাড়ির মালিক এবং ভাড়াটের
বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে রাজ্য পুলিশের এক কর্তা জানিয়েছেন।

অন্য বিষয়গুলি:

House Rent Fake Identity APP West Bengal Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE