অ্যাপ ক্যাবের ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বাধ্য করেন মত্ত দুই বাইকআরোহী যুবক। গ্রাফিক: শৌভিক দেবনাথ
বৃহস্পতিবার চতুর্থীর গভীর রাতে মহিলা যাত্রী নিয়ে-যাওয়া অ্যাপ ক্যাব চালককে মারধরের অভিযোগ উঠল দুই মত্ত যুবকের বিরুদ্ধে। চতুর্থী-পঞ্চমীর ভোররাতে ই এম বাইপাস এবং মাঠপুকুরের মোড়ের মাঝামাঝি ওই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মত্ত যুবককে আটক করে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চতুর্থীর গভীর রাতে (প্রায় পঞ্চমীর ভোররাতে ) এক মহিলা যাত্রীকে নিয়ে কলকাতা বিমানবন্দরের দিক থেকে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ধরে রুবির দিকে আসছিল ওই অ্যাপ ক্যাবটি। অভিযোগ, রাত ৩টে নাগাদ বাইপাস এবং মাঠপুকুর মোড়ের মাঝামাঝি জোর করে ওই অ্যাপ ক্যাবের ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বাধ্য করেন মত্ত দুই বাইকআরোহী যুবক। ওই অ্যাপ ক্যাব চালক কেন তাঁদের পাশ কাটিয়ে যেতে দেননি, এই অভিযোগ তুলে ওই চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় অ্যাপ ক্যাবটিতেও।
এর পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই মত্ত যুবককে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অ্যাপ ক্যাব চালক ইতিমধ্যেই প্রগতি ময়দান থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটি চিঠি জমা দিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy