ধৃত মহম্মদ শাহেনশাহ আলম আনসারি ওরফে নাদিম ও মহম্মদ ইরশাদ। নিজস্ব চিত্র।
গত রবিবারই ভরসন্ধ্যায় ময়দান এলাকায় শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুই মোটরবাইক আরোহীর বিরুদ্ধে। সেই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। অস্ত্র আইনে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে পুলিশ। তবে ওই দিন সত্যিই গুলি ছোড়া হয়েছিল কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে অভিযোগকারী এবং অভিযুক্ত দুই পক্ষই।
ধৃত দুই ব্যক্তির নাম মহম্মদ শাহেনশাহ আলম আনসারি ওরফে নাদিম ও মহম্মদ ইরশাদ। দু’জনকেই হাওড়ার বাউরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে দেওয়া বয়ানে এ বার অভিযোগকারীর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ তোলেন অভিযুক্ত ইরশাদ। তাঁর দাবি, তাঁর প্রেমিকাকে হেনস্থা করেছিলেন অভিযোগকারী। কয়েক দিন আগেই বিষয়টি জানতে পেরে অভিযোগকারীকে হুমকি দিয়েছিলেন তিনি। তার পরই ময়দান এলাকায় ওই ঘটনা ঘটে। তবে অভিযোগকারীকে শুধু ভয় দেখাতেই বন্দুক বার করেছিলেন তিনি। কোনও গুলি চলেনি, পুলিশের কাছে এমনটাই জানিয়েছে ইরশাদ। সেই সময় সাহায্য চেয়ে অভিযোগকারী চিৎকার করায় ভয়ে পালিয়েছিলেন তিনি ও তাঁর বন্ধুরা।
পুলিশ সূত্রে খবর, গুলি না-চলার বিষযটি স্বীকার করেছেন অভিযোগকারীও। যদিও দুই পক্ষের বক্তব্যই খতিয়ে দেখা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy