প্রতীকী ছবি।
হুমকি ফোন এসেছিল কয়েক লক্ষ টাকা চেয়ে। বলা হয়েছিল, টাকা না পেলে তাঁকে অপহরণ করা হবে। সেই ফোন পেয়ে আর দেরি করেননি রাসবিহারী অ্যাভিনিউয়ের এক জ্যোতিষী। সোজা গিয়ে দ্বারস্থ হন পুলিশের। আর তাতেই পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোনু সিংহ এবং অজয় রাজভর। সোনু নদিয়ার এবং অজয় হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, ইমনকল্যাণ বন্দ্যোপাধ্যায় নামে ওই জ্যোতিষী শুক্রবার গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করে জানান, ফোনে তাঁর কাছে কয়েক লক্ষ টাকা দাবি করে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ওই পরিমাণ টাকা যেন তিনি প্রস্তুত রাখেন। টাকা না দিলে তাঁকে অপহরণ করা হবে। অভিযোগ পেয়েই লালবাজারের গুন্ডা দমন শাখার দুই অফিসার শনিবার দুপুরে ওই জ্যোতিষীর অফিসের বাইরে অপেক্ষায় ছিলেন। সোনু ও অজয় ওই জ্যোতিষীর অফিসে ঢুকে টাকা চাইতেই গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যায় তারা। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, ওই দু’জন গত মাসেই ওই জ্যোতিষীর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়েছিল। তখন তাঁকে কৃষ্ণনগর থেকে অপহরণ করে ওই দুই অভিযুক্ত। পরে কয়েক লক্ষ টাকা দিয়ে তিনি ছাড়া পান। ওই দলে শ্যাম ও সন্দীপ ভাদুড়ী নামে আরও দু’জন যুক্ত ছিল।
গোয়েন্দারা আরও জেনেছেন, এর আগে ডায়মন্ড হারবার থেকেও অভিযোগকারী জ্যোতিষীকে অপহরণ করেছিল অন্য একটি দল। তখনও বেশ কয়েক লক্ষ টাকা দিয়ে তিনি ছাড়া পান।
কিন্তু এ বার হুমকি পেয়ে জ্যোতিষী আর দেরি করেননি। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ওই জ্যোতিষী লোকজনকে নানা সময়ে দামি পাথর দিতেন। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, ইমনকল্যাণ যে দামি পাথর বিক্রি করেন, তা দুষ্কৃতীরা জানত। তা থেকেই তাদের ধারণা হয়েছিল, ওই জ্যোতিষীর প্রচুর টাকা রয়েছে। শনিবারের ঘটনায় পুলিশ দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে মামলা রুজু করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy