—ফাইল চিত্র
ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সোমবার ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছিল এআইটিইউসি অনুমোদিত ‘ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি’। পথে অবশ্য এ দিন ধর্মঘটের তেমন প্রভাব পড়েনি। অন্য দিনের মতোই সচল ছিল বাস এবং অ্যাপ-ক্যাব পরিষেবা। মধ্য এবং উত্তর কলকাতার কিছু এলাকায় দুপুর পর্যন্ত হলুদ ট্যাক্সির সংখ্যা কিছুটা কম থাকলেও পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়নি।
এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ ‘ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি’র সদস্যেরা চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে মিছিল করে পরিবহণ ভবনের দিকে রওনা দিলে পুলিশ তাঁদের আর এন মুখার্জি রোডে আটকে দেয়।
সেখানেই প্রায় ঘণ্টা চারেক অবস্থান করেন সংগঠনের সদস্যেরা। পরে তাঁদের এক প্রতিনিধিদল পরিবহণ ভবনে গিয়ে স্মারকলিপি দেয়। সংগঠনের আহ্বায়ক নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘করোনা আবহে পুলিশের বিধিনিষেধ মেনে সমাবেশ হয়েছে। ধর্মঘটের জন্য কাউকে জোর করা হয়নি। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বহু চালক স্বতঃস্ফূর্ত ভাবে গাড়ি চালানো বন্ধ রেখে কর্মসূচিতে শামিল হয়েছেন।’’
শাসক দল ঘনিষ্ঠ ‘প্রোগ্রেসিভ ট্যাক্সি মেন্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক শম্ভুনাথ দে বলেন, ‘‘আমরা পুজোর মুখে ধর্মঘট ডাকার বিরোধী ছিলাম। এ দিন ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি। আমাদের সংগঠনের সদস্যেরা নির্বিঘ্নে পরিষেবা দিয়েছেন। কোথাও কোনও সমস্যা হয়নি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy