প্রতীকী ছবি।
মেট্রোর ধাঁচে এ বার রাজ্য পরিবহণ নিগমের বাসে ব্যবহৃত স্মার্ট কার্ডেও অনলাইন রিচার্জের সুবিধা মিলবে। করোনা পরিস্থিতিতে স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য যাত্রীদের আর নির্দিষ্ট কয়েকটি বাসস্ট্যান্ডের কাউন্টারে গিয়ে অপেক্ষা করতে হবে না। নিগম সূত্রের খবর, নতুন ব্যবস্থার ফলে স্মার্ট কার্ড আছে, এমন অন্তত ৩০ হাজার নিত্যযাত্রী উপকৃত হবেন।
রাজ্য পরিবহণ নিগমের স্মার্ট কার্ড সরকারি বাস, ট্রাম এবং ফেরিতে ব্যবহার করা যায়। প্রতি ১০০ টাকার গুণিতকে প্রতি বার রিচার্জ করালে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্য টিকিট বোনাস হিসেবে যুক্ত হয়।
এত দিন গড়িয়া, যাদবপুর, করুণাময়ীর মতো বাছাই করা ১৪টি বাসস্ট্যান্ডে স্মার্ট কার্ড রিচার্জ করার সুবিধা মিলত। যাতায়াতের পথে বাস যাত্রীদের নির্দিষ্ট ওই সব স্ট্যান্ডের কাউন্টারে গিয়ে রিচার্জ করতে হত। নতুন ব্যবস্থায় যাত্রীদের রাজ্য পরিবহণ নিগমের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট একটি লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি হল, http://onlinerecharge.wbtc.co.in/cstcconlinepass/smartcard.action।
এর পরে লিঙ্ক খুলে গেলে নির্দিষ্ট জায়গায় যাত্রীর স্মার্ট কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর জানাতে হবে। এর পরে ১০০ টাকার গুণিতকে, কত অঙ্কের রিচার্জ করাতে চান তা জানাতে হবে যাত্রীকে। সাধারণত ১০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত এক বারে রিচার্জ করা যায়। অনলাইন রিচার্জের ক্ষেত্রেও সেই সুবিধা মিলবে। এর পরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যাত্রীকে টাকা মেটাতে হবে। টাকা কাটা হলে যাত্রীর কাছে এসএমএস আসবে। এর পরে যে কোনও দিন বাসে যাতায়াতের সময়ে ওই স্মার্ট কার্ড কন্ডাক্টরের এর পিওএস (পয়েন্ট অব সেল) মেশিনে স্পর্শ করালে রিচার্জ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। একই সঙ্গে ওই সময়ে বোনাস বাবদ প্রাপ্য অতিরিক্ত ১০ শতাংশ অর্থও যুক্ত হবে।
পরিবহণ নিগমের স্মার্ট কার্ড রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস (আরএফআইডি)-এর সুবিধাযুক্ত। প্রত্যেক কার্ডের নির্দিষ্ট নম্বর রয়েছে। যে সব যাত্রীদের কার্ডের নম্বর বুঝতে অসুবিধা হয়, তাঁদের কন্ডাক্টরের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy