—প্রতিনিধিত্বমূলক ছবি।
গত সপ্তাহে প্রশিক্ষণ শেষ করে কাজে যোগ দিয়েছেন ৭৭৩ জন মহিলা পুলিশ কনস্টেবল। তার পরেই থানাগুলিতে মহিলা পুলিশকর্মীর ঘাটতি মেটাতে সচেষ্ট হয়েছে লালবাজার। সূত্রের খবর, ওই মহিলা কনস্টেবলদের থেকে প্রতিটি থানায় চার-পাঁচ জন করে পোস্টিং দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ডিভিশনাল রিজার্ভ অফিসে ১৫ জনকে দেওয়া হচ্ছে। লালবাজারের এক কর্তা জানান, ওই মহিলা কনস্টেবলদের থানা-সহ বিভিন্ন ইউনিটে কাজে যোগ দিতে বলা হয়েছে। লালবাজারে হেড কোয়ার্টার্স ফোর্সে থাকছেন ১০০ জন, রিজার্ভ ফোর্সে ৩০ জন। বাকিদের থানাগুলিতে ভাগ করে দেওয়া হয়েছে। ফলে থানায় মহিলা পুলিশকর্মীর অভাব কিছুটা কমবে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে।
গত মার্চে কলকাতা পুলিশের জন্য ৭৭৩ জন মহিলা-সহ মোট ২২০০ জন কনস্টেবল নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে ৩৫০ জন মহিলা কনস্টেবলের প্রশিক্ষণ হয়েছে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে। বাকিদের প্রশিক্ষণ হয়েছে হাওড়ার ডোমজুড়ে, কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে। ছ’মাসের প্রশিক্ষণ পর্ব শেষ করে তাঁরা গত সপ্তাহে কাজে যোগ দেন।
এ দিকে, মহিলা পুলিশকর্মীদের থানায় পোস্টিং দেওয়া হলেও তাঁদের থাকার জায়গা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কিছু দিন আগেই লালবাজারের তরফে থানাগুলিতে মহিলাদের ব্যারাক রয়েছে কিনা, খোঁজ নেওয়া হয়েছিল। অভিযোগ, জায়গার অভাবে সব থানায় মহিলা ব্যারাক তৈরি হয়নি। এমনকি, রিজার্ভ ফোর্সে যাঁদের পোস্টিং দেওয়া হয়েছে, মহিলা ব্যারাক না থাকায় তাঁদেরও থাকার জায়গা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, আপাতত অতিথিশালা বা বাড়ি ভাড়া করে মহিলা কনস্টেবলদের থাকার ব্যবস্থা করেছে কয়েকটি থানা। লালবাজারের তরফে
জানানো হয়েছে, মহিলা পুলিশকর্মীদের থাকার জায়গার অভাব দ্রুত মেটানোর চেষ্টা চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy