কল সেন্টার খুলে বিদেশিদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে টাকা হাতানোর অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শহরে বসেই চলছিল এই প্রতারণা চক্র। তদন্তে নেমে মূল অভিযুক্ত-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার শাখা। পাশাপাশি, মূল অভিযুক্তের বাড়ি থেকে নগদ প্রায় ২৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে লালবাজার জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত পাঁচ জনের নাম ইয়াসের ইকবাল (৫২), রায়ান ইকবাল (২২), অনুভব সাউ (২৯), শাইন মহম্মদ (৩২) এবং কুর্ত মানশারামাই (৩১)। ধৃতদের মধ্যে কুর্ত মানশারামাই মূল চক্রী বলে মনে করছে পুলিশ। তাকে মহেশতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি থেকেই ওই নগদ উদ্ধার হয়েছে। লালবাজার সূত্রের খবর, ট্যাংরার ১০ দেবেন্দ্রচন্দ্র দে রোডের এক বাড়িতে রীতিমতো কল সেন্টার খুলে চলছিল এই প্রতারণা চক্র। মূলত বিদেশিদের ফোন করে, তাঁদের কম্পিউটার হ্যাক করে সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হত। নিয়ে নেওয়া হত ব্যাঙ্কের তথ্যও। এর পরে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতাত
অভিযুক্তেরা। ট্যাংরার কল সেন্টারে হানা দিয়ে পাঁচটি মোবাইল ফোন, হার্ড ডিস্ক, রাউটার-সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নিজেদের
হেফাজতে নিয়েছে পুলিশ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)