Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Load shedding

গভীর রাতে বারবার লোডশেডিং, দুই ওয়ার্ডে আতঙ্ক

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে রাত ১১টার পরে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২০ ০৩:১৩
Share: Save:

গভীর রাতে মেরামতির কাজের জেরে বারবার এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল। তার জেরে আতঙ্ক ছড়াল রাজপুর-সোনারপুর পুরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার গভীর রাতে গঙ্গা জোয়ারা সাব-স্টেশনের অধীনে থাকা ওই দু’টি ওয়ার্ডের বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে রাত ১১টার পরে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল। ওই দিন রাত ১১টা থেকে রাত ২টো পর্যন্ত ঘণ্টা তিনেক সময়ের মধ্যে একাধিক বার লোডশেডিং হয়। সে সময়ে পাখা, এসি, ফ্রিজ-সহ বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্র বন্ধ রাখতে বাধ্য হন বাসিন্দারা। এমনকি, শর্ট সার্কিট হওয়ার ভয়ে কেউ কেউ বাড়ির বিদ্যুৎ সংযোগের মেন সুইচও বন্ধ করে দেন। অনেকেই রাস্তায় নেমে আসেন। এ নিয়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার বোয়ালিয়ার স্টেশন ম্যানেজার অর্পিতা পাল বলেন, ‘‘রাতে হাইটেনশন সংযোগের মেরামতির কাজ চলছে। আগামী চার-পাঁচ দিন এই কাজ করা হবে।’’ কিন্তু গভীর রাতে কী ভাবে এই কাজ করা হচ্ছে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘এই বিষয়ে উত্তর দিতে বাধ্য নই।’’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমপানের প্রায় সাত দিন পরে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরেছিল। তার পর থেকে একটু ঝড়-বৃষ্টি হলেই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গত কয়েক দিন ধরে মেরামতির জন্য বারবারই গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হচ্ছে। এর জেরেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

অন্য বিষয়গুলি:

Load shedding Electricity Sonarpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE