প্রতীকী চিত্র।।
স্তন ক্যানসার সচেতনতার মাস এই অক্টোবর। এই মাসকে ‘পিঙ্ক অক্টোবর’-ও বলা হয়। চিকিৎসকদের মতে, এই রোগের পিছনে জীবনযাত্রার একটা প্রভাব আছে। রোগের আশঙ্কা কমাতে নিয়ন্ত্রিত জীবনযাত্রা কেমন হওয়া উচিত, মহিলাদের মধ্যে সেই সচেতনতার প্রসার ঘটাতেই বিশ্ব জুড়ে গোটা মাস ধরে বিভিন্ন পদক্ষেপ করা হয়ে থাকে।
এ বার তেমনই পদক্ষেপ করছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রতিদিন বহু মহিলা আকাশপথে যাতায়াত করেন। মূলত তাঁদের এবং বিমানবন্দরের মহিলা কর্মীদের মধ্যে সচেতনতার প্রচার চালানো হবে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য জানান, রাজারহাটের
একটি ক্যানসার হাসপাতালের চিকিৎসক দল শুক্রবার প্রথম পর্যায়ে এ বিষয়ে সচেতন করে গিয়েছেন বিমানবন্দরের মহিলা অফিসারদের। ওই অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন উড়ান সংস্থার মহিলা অফিসারেরাও। বিমানবন্দরের টার্মিনালে এবং যাত্রীদের নজরে পড়ে এমন জায়গাতেও সচেতনতার বার্তা দিয়ে পোস্টার লাগানো হয়েছে। মহিলা যাত্রীদের এই সংক্রান্ত ব্যাজ দেওয়া হচ্ছে। ব্যাজ পরানোর সময়ে স্তন ক্যানসার ঠেকাতে কী কী করা উচিত, তাও বলা হচ্ছে।
ক্যানসার চিকিৎসক সৈকত গুপ্তের কথায়, “যে সব ক্যানসার দ্রুত নির্ণয় হলে সেরে যাওয়ার সম্ভাবনা থাকে, স্তন ক্যানসার তার অন্যতম। সমাজ বদলাচ্ছে। বহু মহিলাই এখন বিয়ে করছেন দেরিতে, বয়সে সন্তান ধারণ করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই একটি সন্তান। ফলে দীর্ঘ স্তন্যপানের সুযোগ থাকে না। বদল এসেছে খাদ্যাভাসেও। এই সব কারণে স্তন ক্যানসার বাড়ছে।” তাঁর পরামর্শ, তাই ক্যানসার বাসা বাঁধার শুরুতেই
স্তন পরীক্ষা করানো গেলে দ্রুত রোগ ধরা পড়বে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy