Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Speeding Car

Unwanted speeding: বেসামাল দৌড়ের জরিমানা শুধুই ৫০০!

সল্টলেক, নিউ টাউন, কসবা, পাটুলি, আলিপুর বা ই এম বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দাদের বড় অংশেরই দাবি, এমন ঘটনা নতুন নয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নীলোৎপল বিশ্বাস
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ০৬:৫১
Share: Save:

কান ফাটানো আওয়াজে টেকাই দায়। সঙ্গে গতিও এতটাই বেপরোয়া যে, না থাকে ‘স্পিড লিমিট’ (গতির সর্বোচ্চ সীমা) মানার বালাই, না থাকে ট্র্যাফিক সিগন্যাল মানার দায়। রাত বাড়লেই বেপরোয়া গতিতে ‘ঝুঁকির দৌড়ে’ একে অপরকে টেক্কা দিতে গিয়ে কোথাও রাস্তার ধারের দোকানে গাড়ি ঢুকে যাচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে যাচ্ছে মাঝরাস্তায়!

দিন কয়েক আগেই সল্টলেকে এমন দুর্ঘটনার পরে স্থানীয়দের দাবি ছিল, নিজেদের মধ্যে ‘রেস’ করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে একটি গাড়ি। পুলিশ অবশ্য তদন্তে জানিয়েছিল, যান্ত্রিক গোলযোগের জেরে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। যদিও স্থানীয়দের দাবিই আরও জোর পায় কারণ, ঘটনাস্থলে পুলিশ আসার আগেই অন্য দু’টি গাড়ি এসে উল্টে যাওয়া গাড়ির যাত্রীদের উদ্ধার করে নিয়ে চলে যায়। সেখানেই প্রশ্ন, এত অল্প সময়ের মধ্যে কী করে দু’টি গাড়ি পৌঁছল? জখমেরা নিশ্চয়ই পূর্বপরিচিত। না হলে পুলিশ আসার আগেই কেন গাড়ি দু’টি তাঁদের তুলে নেবে?

সল্টলেক, নিউ টাউন, কসবা, পাটুলি, আলিপুর বা ই এম বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দাদের বড় অংশেরই দাবি, এমন ঘটনা নতুন নয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দামি গাড়ি নিয়ে বেরিয়ে পড়া চালকদের দাপট আগে প্রায়ই চোখে পড়ত। তবে বছর দুয়েক আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কলকাতার ব্যবসায়ী শিবাজী রায়ের ফেরারি গাড়ির দুর্ঘটনার পরে পরিস্থিতি কিছুটা বদলায়। সে দিন অত্যন্ত দ্রুত গতিতে থাকা শিবাজীর ফেরারি ডোমজুড়ের পাকুড়িয়া সেতুর গার্ড রেলে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। তবে পাশের আসনে বসা তাঁর বন্ধুর মেয়ে একাধিক অস্ত্রোপচারের পরে বেঁচে ফেরেন। এর পরেই গতি নিয়ন্ত্রণে শহর জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। বহু রাস্তায় নতুন করে বসানো হয় গতির ঊর্ধ্বসীমার বোর্ড। দু’বছর ঘুরতে না ঘুরতেই এখন সেই সব বোর্ড কার্যত অগোচরে পড়ে থাকছে বলে অভিযোগ। গত কয়েক মাস ধরে নৈশ কার্ফু চললেও এমন চালকদের হুঁশ হয় না বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের এক কর্তার অবশ্য দাবি, রাতের ‘রেস’ আটকাতে প্রতি মোড়ে পুলিশ তৎপর থাকে। অত্যধিক গতির অভিযোগে মোটরযান আইনের ১১২ ধারায় মামলা রুজু করা হয়। সে ক্ষেত্রে ১৮৩ (১) ধারায় প্রথম বার অপরাধে ৪০০ টাকা জরিমানা হতে পারে। একই অপরাধে পরে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আবার মোটরযান আইনের ১১২ ধারায় নির্ধারিত গতি না মানলেও মামলা দায়ের করা হয়। তখন ১৮৩ (২) ধারায় জরিমানা মাত্র ৩০০ টাকা। একই অপরাধে ফের ধরা পড়লে জরিমানা হতে পারে ৫০০ টাকা। এ ছাড়া বিপজ্জনক ভাবে গাড়ি চালানো এবং প্রকাশ্যে প্রতিযোগিতা করলে যথাক্রমে মোটরযান আইনের ১৮৪ এবং ১৮৯ ধারায় মামলা করতে পারে পুলিশ। ১৮৪ ধারায় প্রথম বার অপরাধ করলে এক হাজার টাকা জরিমানা হতে পারে। একই অপরাধে ফের ধরা পড়লে জরিমানা হতে পারে দু’হাজার টাকা। কিন্তু ১৮৯ ধারায় প্রকাশ্যে প্রতিযোগিতা করার জরিমানা মাত্র ৫০০ টাকা!

বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্র্যাফিক) ইন্দিরা মুখোপাধ্যায় বললেন, ‘‘বিধাননগরে কলকাতা পুলিশের মতো অনলাইনে চালান কাটার ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে রাস্তার মোড়ে নাকা তল্লাশি চলে।’’ সেই সঙ্গে তাঁর দাবি, এমন প্রতিযোগিতার জেরে দুর্ঘটনা গত কয়েক দিনে তাঁদের চোখে পড়েনি। কিন্তু, দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে পুলিশ কেন আগেই আরও কড়া হবে না? সেই উত্তর মেলেনি কারও কাছেই।

অন্য বিষয়গুলি:

Speeding Car Over Speeding accidents
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy