ফাইল চিত্র।
রাজ্য সরকার মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত ঘোষণার পরেই সংখ্যা বাড়ল মেট্রোর। বেড়েছে মেট্রো চলাচলের সময়ও। আগামী শুক্রবার থেকে শুরু হবে এই নতুন সময়সীমা।
নবান্ন জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। তার পরেই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে ১৯২টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষের মধ্যে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো। শনি ও রবিবার যাত্রীদের জন্য মেট্রো চলবে না। তবে শনিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ১০৪টি ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তার মধ্যে ৫২টি আপ ও ৫২টি ডাউন ট্রেন। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ও দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চলবে শনিবার।
এ ছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও শুরু হবে শুক্রবার থেকে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪৮টি মেট্রো চলবে। তবে এখনও টোকেন দেওয়া হবে না। শুধুমাত্র স্মার্ট কার্ড থাকলে তবেই ওঠা যাবে ট্রেনে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কর্মী ও যাত্রীদের সব ধরনের কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিদিন মেট্রোগুলিকে স্যানিটাইজ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy