ফাইল চিত্র।
কলকাতা পুলিশের ন’টি ডিভিশনে দ্বিতীয় ডেপুটি কমিশনার বা ডিসি (২) পদে নিয়োগ করল প্রশাসন। সূত্রের খবর, এই মর্মে বৃহস্পতিবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ থেকে ১৪ জন আধিকারিকের ডিভিশনাল ডেপুটি কমিশনার হিসেবে পদোন্নতি হয়েছে। লালবাজার জানিয়েছে, তাঁদের মধ্যে থেকেই ডিভিশনের দ্বিতীয় ডেপুটি কমিশনারদের বেছে নেওয়া হয়েছে। মূলত বাহিনী থেকে পদোন্নতি হওয়া আধিকারিকেরাই ওই পদে নিযুক্ত হলেন এ দিন। অর্থাৎ কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর থেকে ধাপে ধাপে পদোন্নতি হয়েছে, এমন অফিসারদেরকেই এ দিন ডিসি (২)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কলকাতা পুলিশের ন’টি ডিভিশনে ডেপুটি কমিশনার হিসেবে আইপিএস অফিসারেরাই দায়িত্বে রয়েছেন। তাঁদের সঙ্গে অতিরিক্ত বা দ্বিতীয় ডিসি হিসেবে কাজ করবেন বাহিনীর নিজস্ব অফিসারেরা। গত বছর লালবাজারের তরফে প্রতি ডিভিশনে এক জন করে অতিরিক্ত ডিসি পাঠানোর প্রস্তাব পাঠানো হয়েছিল নবান্নে। পুলিশ দিবসের অনুষ্ঠানে গত বছর সেপ্টেম্বর মাসে নবান্ন ওই প্রস্তাবে সিলমোহর দিয়েছিল।
লালবাজার জানিয়েছে, সামনে বিধানসভা ভোট। ডিসিদের ব্যস্ততা চরমে থাকে এ সময়ে। এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, তদন্তের কাজ এবং প্রশাসনিক বিভিন্ন কাজ দেখতে হয় তাঁদের। ডিসি (২) পদে নিয়োগ করার ফলে তাঁদের কাজে সুবিধা হবে বলেই অনুমান লালবাজারের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy