Advertisement
০৭ অক্টোবর ২০২৪
আমরণ অনশনে জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলায়।

আমরণ অনশনে জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলায়। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০০:১৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ২৩:৪০ key status

আমরণ অনশনে এখনও পর্যন্ত যোগ দিয়েছেন ৭ জন জুনিয়র ডাক্তার

গ্রাফিক: সনৎ সিংহ।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ২৩:১৬ key status

অনশনে শামিল অনিকেত মাহাতো

ধর্মতলায় অনশনমঞ্চে এ বার যোগ দিলেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।

অনিকেত মাহাতো।

অনিকেত মাহাতো। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ২১:৪৬ key status

অনশনমঞ্চে বসেছে সিসি ক্যামেরা

জুনিয়র ডাক্তারেরা চান, স্বচ্ছতার স্বার্থে অনশনমঞ্চের ছবি সরাসরি সম্প্রচারিত হোক। যাতে সাধারণ মানুষও সেখানকার সমস্ত ঘটনা চাক্ষুস করতে পারেন। এই কারণে রবিবার সন্ধ্যায় অনশনমঞ্চে সিসি ক্যামেরা বসানো হয়।

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ২১:৪৩ key status

শনিবার কারা বসেছিলেন আমরণ অনশনে?

শনিবার রাতে ধর্মতলায় আমরণ অনশনে বসেন কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং এনআরএস মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ২০:৩১ key status

আমরণ অনশনে যোগ আরজি করের

শনিবার যখন ছয় অনশনকারীর নাম ঘোষণা করা হয়, তখন থেকে বিভ্রান্তি তৈরি হয়। প্রশ্ন ওঠে, আরজি কর হাসপাতালকে ঘিরে যে আন্দোলন তৈরি হয়েছে, আমরণ অনশন শুরু হয়েছে, সেখানে সেই হাসপাতালের কেউ কেন অংশগ্রহণ করছেন না? এই প্রেক্ষিতে আন্দোলনকারীদের মধ্যে বিরোধের জল্পনাও উঠে এসেছিল। তবে সেই সব জল্পনায় জল ঢেলে রবিবার ধর্নামঞ্চে হাজির হন অনিকেত মাহাতো এবং আশফাকউল্লা নাইয়া। দু’জনেই আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার। 

timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ২০:২৭ key status

আমরণ অনশনে যোগ দিচ্ছেন আরও দু’জন

 শনিবার রাত সাড়ে ৮টা থেকে সেখানে আমরণ অনশনে বসেছিলেন ছয় জুনিয়র ডাক্তার। রবিবার সন্ধ্যায় তাঁদের সঙ্গে আরজি করের জুনিয়র ডাক্তারদের যোগ দেওয়ার বিষয়টিও স্পষ্ট হয়ে যায়।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ২০:২৫ key status

জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের ২৪ ঘণ্টা অতিক্রান্ত

১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলা চত্বরে আমরণ অনশনে বসেছিলেন ছয় জুনিয়র ডাক্তার। রবিবার রাত সাড়ে ৮টায় অনশনের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE