কলকাতায় স্মৃতি ইরানি। নিজস্ব চিত্র
• ‘দেশের রাজনীতিতে প্রথম, কোভিডের সময় প্রথমবার জনপ্রতিনিধিদের আটকে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার’ মন্তব্য স্মৃতি ইরানির।
• ‘চুপচাপ, চুপচাপ, পদ্মফুলে ছাপ’, নতুন স্লোগান স্মৃতি ইরানির।
• ‘করোনা এক্সপ্রেস’ মন্তব্য নিয়ে স্মৃতি আক্রমণ করলেন মমতাকে।
• দরিদ্র মানুষের প্রতি কেন এমন করলেন আপনারা, প্রশ্ন স্মৃতির।
• পশ্চিমবঙ্গে লকডাউনে তৃণমূল চাল আর ডাল চুরি করেছে, বললেন স্মৃতি ইরানি।
• ‘যে দল জয় শ্রীরাম ধ্বনিকে অপমান মনে করে, সেই দলে কারওর থাকা সম্ভব নয়’ বললেন স্মৃতি ইরানি।
• বাংলায় বক্তব্য রাখছেন স্মৃতি ইরানি।
• বাণী সিংহরায়, অনুপম ঘোষ, পার্থ ঘোষ, গোবিন্দ হাজরা, বাবলু মণ্ডল-সহ অনেকেই যোগ দিলেন বিজেপিতে।
• যাঁরা জোড়াফুল ছেড়ে এসেছে পদ্মফুলে, তাঁদের কাছে অনুরোধ আপনারা অভিজ্ঞতা শেয়ার করুন, বললেন দিলীপ ঘোষ।
• রাজীবের নতুন স্লোগান, ‘চুপচাপ, পদ্মফুলে ছাপ।’
• অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, অমিত শাহ কথা দিয়েছেন, বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
• আজকে থেকেই বাংলার বুকে স্লোগান তুলুন, ‘চলুন পাল্টাই’, বললেন তিনি।
• ‘ভোট পার করতে বাংলাটাকে বিক্রি করে দিচ্ছে তৃণমূল’, তৃণমূলকে বিঁধলেন রাজীব।
• ‘ভোটের মুখে পাড়ায় পাড়ায় সমাধান মানে এতদিন সমস্যা চলছিল। বিজেপি ক্ষমতায় এলে দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে যাবে সরকার।’ বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
• বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই, ঋণ মকুব করতে হবে কেন্দ্রীয় সরকারকে, বলেছি অমিত শাহজি কে’, বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
• ‘কেন্দ্র রাজ্যের সুসম্পর্ক না থাকলে রাজ্যের উন্নয়ন হয় না। আমরা চাই ডবল ইঞ্জিন সরকার’, বললেন রাজীব।
• ‘হাওড়ায় শিল্প তৈরি হবে, এখন শ্মশান হয়ে গিয়েছে, আমরা ক্ষমতায় এলে এখানে শিল্পে ভরিয়ে তোলা হবে’ বললেন রাজীব।
• ‘আমি আপনাদের দলের একজন কর্মী’, বিজেপিকে বার্তা রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
• রাজনৈতিক কুৎসায় বিশ্বাস নেই, রাজনৈতিক সৌজন্যে বিশ্বাস আছে, বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
• শেষের শুরু হয়েছে আজ থেকে।
• যত অপশব্দ ব্যবহার করবেন, তত শক্তি বাড়বে আমাদের, বললেন তিনি।
• সারা রাজ্য পদ্মফুল ফোটাবো, হুঙ্কার রাজীব বন্দ্যোপাধ্যায়।
• বক্তব্য রাখছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
• ‘মমতা বাংলাদেশের স্লোগান দিচ্ছেন জয় বাংলা, চারটে রাজধানী চাইছেন’, বললেন শুভেন্দু অধিকারী।
• ‘আসল পরিবর্তন ২০১১ সালে আসেনি, এ বার আসবে’, বললেন শুভেন্দু।
• ‘ফেব্রুয়ারির মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা ফাঁকা করব’ , হুঙ্কার শুভেন্দুর।
• বাণী সিংহরায় তৃণমূল থেকে যোগ দিলেন বিজেপিতে।
• ‘‘২০০৪ সাল থেকে আমার আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বোঝাপড়া ছিল যে আমরা বাঙালার ভাল কাজ করব। তাই ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী এল, তারপর রাজীব বন্দ্যোপাধ্যায় এলেন’’, বললেন শুভেন্দু অধিকারী।
• বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী।
• প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়া হল মঞ্চে।
• ‘১০০ দিন বাকি আছে নির্বাচনের। তার মধ্যে রাজ্য পরিবর্তন হবে’, বললেন মুকুল রায়।
• ‘২০০৯ সালে এই মাঠেই বক্তব্য রেখেছিলাম, তখনও দেখেছি, এখনও দেখে বলছি, বাংলায় পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা’, বললেন মুকুল রায়।
• ‘শুভেন্দু গণআন্দোলনের ফসল, তাঁর জন্য ভারতীয় জনতা পার্টি নতুন মাত্রা পাবে’, বললেন মুকুল রায়।
• বক্তব্য রাখছেন মুকুল রায়। মঞ্চে পৌঁছে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী।
• সভাস্থলে পৌঁছলেন প্রবীর ঘোষাল।
• সভাস্থলে পৌঁছলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
• ‘ভারত মাতা কি জয়’ বলে ভাষণ শুরু করলেন রুদ্রনীল ঘোষ।
• মঞ্চে দিলীপ ঘোষ।
• সভাস্থলে পৌঁছলেন স্মৃতি ইরানি।
• সভাস্থলে উপস্থিত কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়-রা।
• কলকাতায় পৌঁছে গেলেন স্মৃতি ইরানি
কথা ছিল শারীরিক ভাবে অমিত শাহ উপস্থিত থাকবেন। তবে বঙ্গ সফর বাতিল হওয়ায় হাওড়ায় ডুমুরজলার বিজেপির যোগদান মেলায় তিনি থাকছেন ভার্চুয়াল মাধ্যমে। অমিতের পরিবর্ত হিসাবে মঞ্চে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এ ছাড়াও থাকছেনবিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। সঙ্গে শনিবার অমিতের বাড়িতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালরা।
রবিবার হাওড়ার সভায় আরও অনেকের বিজেপিতে যোগ দেওয়ার কথা রয়েছে বলে বিজেপির দাবি। সেই কারণে ‘হেভিওয়েট’-দের মূল মঞ্চের কাছেই আরও একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই বাকি যোগদানকারীরা থাকবেন বলে শোনা যাচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy