প্রতীকী ছবি
অনেকটা ঋত্বিক ঘটকের ‘বাড়ি থেকে পালিয়ে’ সিনেমার গল্পের মতো। তবে ছবির গল্পে গ্রাম থেকে কলকাতায় পালানো বালক ছিল একটি। কিন্তু মঙ্গলবার ভোরে কলকাতার রাস্তা থেকে দুই কিশোরকে উদ্ধার করল পুলিশ। যারা বাড়ি থেকে পালিয়ে কলকাতা দেখতে এসেছিল বলেই দাবি উদ্ধারকারীদের।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই কিশোর একে অন্যের বন্ধু। সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ টহলরত বড়বাজার থানার পুলিশ মহাত্মা গাঁধী রোডে তাদের হাত ধরাধরি করে হাঁটতে দেখে অবাক হয়ে যান। দু`জনকে বড়বাজার থানায় নিয়ে যাওয়া হয়। দুই কিশোরের চোখমুখ, চেহারা বিধ্বস্ত ছিল। তাদের জন্য হাল্কা খাবার ও থানার শিশু কর্নারে বিশ্রামের ব্যবস্থা করা হয়।
বড়বাজার থানা সূত্রে খবর, ওই দুই কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তাদের মাধ্যমেই দুই কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। মঙ্গলবার বিকেলে দু’জনের মা-বাবার হাতে তাদের সন্তানদের তুলে দেওয়া হয়। দুই কিশোর দত্তপুকুরের একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে
পাঠরত। তাদের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, টানা লকডাউনে ঘরবন্দি থাকায় তাদের ছেলেরা হাঁফিয়ে উঠেছিল। বেড়াতে যাওয়ার কথা বাবা-মাকে তারা প্রায়ই বলত। বাবা- মা তাদের বর্তমানে করোনা পরিস্থিতির কথা অনেক বোঝালেও তারা মানতে চাইত না।
তদন্তকারীরা জানান, দুই কিশোর তাদের জমানো কয়েকশো টাকা নিয়ে ২৩ অগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা দূর হেঁটে তারা একটি গাড়িতে উঠে কলকাতায় চলে আসে। দু’রাত তারা ফুটপাতেই কাটিয়েছে, তাদের সঙ্গে কথা বলে এমনটাই জেনেছে পুলিশকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy