Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Bangla Bandh Today

‘বন্‌ধে বড় কিছু হয়নি’! দাবি লালবাজারের, তবে নবান্ন অভিযানে অশান্তিতে আরও গ্রেফতারির ইঙ্গিত

বুধবার সন্ধ্যায় লালবাজারে সাংবাদিক বৈঠকে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ জানান, বন্‌ধের শহরে মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে ৬৪ জন পুরুষ। ১২ জন মহিলা।

(বাঁ দিক থেকে) মিরাজ খালিদ এবং ইন্দিরা মুখোপাধ্যায়।

(বাঁ দিক থেকে) মিরাজ খালিদ এবং ইন্দিরা মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ১৯:৩০
Share: Save:

বিজেপির ডাকা বাংলা বন্‌ধে শহরে তেমন কোনও অশান্তির ঘটনা ঘটেনি বলে দাবি করল কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় লালবাজারে সাংবাদিক বৈঠকে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ বলেন, ‘‘বন্‌ধে বড় কিছু হয়নি। কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে।’’

তিনি জানান, বন্‌ধের শহরে মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে ৬৪ জন পুরুষ। ১২ জন মহিলা। অন্য দিকে, মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে অশান্তির ঘটনার এ পর্যন্ত মোট ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খালিদ। তিনি বলেন, ‘‘আমরা গতকালের বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। যারা হামলা করেছিল, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আরও গ্রেফতার হবে।’’

লালবাজারের ওই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানান, নবান্ন অভিযানে স্ট্র্যান্ড রোডে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে গুরুতর আঘাত লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেটিনা এবং কর্নিয়া। তিনি আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নবান্ন অভিযানের সময় পুলিশের উর্দি পরে হকি স্টিক নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে ইন্দিরার মন্তব্য, ‘‘গত কাল এ রকম একটি অভিযোগ পেয়ে আমরা গিয়েছিলাম। পুলিশের উর্দি পরে কেউ হকি স্টিক নিয়ে হামলা চালিয়েছিল বলে জানা নেই। এমন অভিযোগ জানাতেও কেউ আসেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangla Bandh BJP Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE