সাউন্ড বক্সের দাপট রুখতে উদ্যোগী হল কলকাতা পুলিশ। —প্রতিনিধিত্বমূলক ছবি।
কালীপুজো-দীপাবলিতে বাজির তাণ্ডবে রাশ টানার ‘পরীক্ষা’ থাকেই। পুজো প্যান্ডেলে মাইক এবং সাউন্ড বক্সের দাপট রুখতেও উদ্যোগী হল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, বৃহস্পতিবার কালীপুজোর দিন থেকে আগামী রবিবার পর্যন্ত পুজো প্যান্ডেলগুলিতে কখন কখন মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। দিনে-রাতে কোন এলাকায় শব্দের মাত্রা সর্বোচ্চ কত হতে পারে, তা-ও জানিয়ে দেওয়া হল।
পুজো প্যান্ডেলে মাইক্রোফোন বা সাউন্ড বক্সের শব্দের মাত্রা বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, দিনের বেলা (সকাল ৬টা থেকে রাত ১০টা) শিল্পাঞ্চলে শব্দের মাত্রা ৭৫ ডেসিবেল যেন না ছাড়ায়। বাজার এলাকায় সর্বোচ্চ ৬৫ ডেসিবেল। বসত এলাকায় ৫৫ ডেসিবেল। শহরের হাসপাতাল সংলগ্ন এলাকাগুলি বরাবরই ‘সায়লেন্স জ়োন’। সেখানে শব্দের মাত্রা যেন ৫০ ডেসিবেল না ছাড়ায়। রাতেও শব্দের মাত্রা বেঁধে দিয়েছে পুলিশ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্পাঞ্চল এবং বসত এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা যথাক্রমে ৭০ এবং ৪৫ ডেসিবেল হতে পারে। রাতে বাজার এলাকায় শব্দের মাত্রা যাতে ৫৫ ডেসিবেল না ছা়ড়ায়। সায়লেন্স জ়োনেও শব্দের মাত্রা রাখতে হবে ৪০ ডেসিবেলের মধ্যে।
কলকাতা পুলিশের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক্রোফোন এবং সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। এই নিয়মই কার্যকর থাকবে আগামী রবিবার পর্যন্ত। পুজো প্যান্ডেলের বাইরে কোনও রাস্তায় মাইক্রোফোন বা সাউন্ড বক্স বসানো যাবে না। নিয়মের অন্যথা হলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy