Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Durga Puja 2024

পুজো আর উৎসবে ফেরার উদ্যোগ পুলিশের, পদে এসেই বৈঠক ডাকলেন নয়া পুলিশ কমিশনার মনোজ

দায়িত্ব নিয়েই বাঙালির সবথেকে বড় উৎসব সুষ্ঠু ভাবে পরিচালনা করতে তৎপর শহরের নতুন পুলিশ কমিশনার। পুজোর দিনগুলিতে কলকাতার বড় মণ্ডপ সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের একাংশের বিক্ষোভ দেখানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ প্রশাসন।

Kolkata police commissioner Manoj Verma calls a meeting regarding Durga Puja with all Puja committees and police administration on 25th September

মনোজ বর্মা। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০
Share: Save:

পুজো আর উৎসবে ফেরার উদ্যোগ শুরু করে দিল কলকাতা পুলিশ। কমিশনারের পদে বসেই পুজো সংক্রান্ত বিষয়ে বৈঠকের ডাক দিলেন মনোজ বর্মা। লালবাজার সূত্রে খবর, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ছ’টায় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুলিশের উদ্যোগে পুজোর সমন্বয় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ গিয়েছে বাহিনীর সমস্ত ডিসি, এসি এবং ওসিদের কাছে। পুজোর আগে কলকাতা পুলিশের তরফে এই ধরনের সমন্বয় বৈঠক দস্তুর। তবে আরজি কর-কাণ্ডের আবহে এ বার তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নবনিযুক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে এই বৈঠকে কলকাতার বড় পুজো কমিটির প্রতিনিধিদের পাশাপাশি পুরসভা, দমকল, সিইএসসি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। মঙ্গলবার পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন মনোজ। ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও উত্তাল রাজ্য। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে বিনীত গোয়েলকে অপসারণ করে কলকাতা পুলিশের কমিশনার পদে বর্ষীয়ান আইপিএস মনোজ বর্মাকে বসিয়েছে নবান্ন।

দায়িত্ব নিয়েই বাঙালির সবথেকে বড় উৎসব সুষ্ঠু ভাবে পরিচালনা করতে তৎপর শহরের নতুন পুলিশ কমিশনার। পুজোর দিনগুলিতে কলকাতার বড় মণ্ডপ সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের একাংশের বিক্ষোভ দেখানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ প্রশাসন। যার মধ্যে রয়েছে একাধিক শাসকদলের নেতাদের পুজোও। সেই সব এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যায়, সেই দিকে এখন থেকেই নজর দিতে চলেছে কলকাতা পুলিশ।

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মহালয়ায় ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। ওই দিন যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নতুন পুলিশ কমিশনার প্রস্তুতি সেরে রাখতে চান বলে খবর পুলিশ সূত্রে। ফলে আরও সুষ্ঠুভাবে সমন্বয় বৈঠকের মাধ্যমে লালবাজার পুজোর প্রস্তুতির এক ধাপ সম্পন্ন করতে চাইছে।

অন্য দিকে, আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি বাহিনীর নিচুতলায় ক্ষোভের সঞ্চার করেছে বলে পুলিশ সূত্রে খবর। তার প্রভাব যাতে দুর্গাপুজোর কাজে না পড়ে, মনোজ বর্মা তা সুনিশ্চিত করতে চান বলেও খবর সূত্রের। ফলে আগামী বুধের বৈঠক বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE