Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Kolkata Metro

বৃহস্পতিবার ছুটির দিনে কোন রুটে চলবে মেট্রো? কোথায় বন্ধ থাকবে পরিষেবা? বিস্তারিত জেনে নিন

শহরতলি এবং শহর সংলগ্ন অঞ্চলের সঙ্গে মূল শহরের যোগাযোগের অন্যতম মাধ্যম মেট্রো। ছুটির দিনে মেট্রো স্টেশনের দরজাও বন্ধ থাকবে কি না, তা নিয়ে চিন্তায় শহরবাসী।

কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রো। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ২০:৫৫
Share: Save:

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। আবার পঞ্জিকা মোতাবেক ওই দিনই সরস্বতী পুজো। ফলে অধিকাংশ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে ওই দিন। তবে জরুরি কাজে কিছু মানুষকে পথে বেরোতেই পারে। শহরতলি এবং শহর সংলগ্ন অঞ্চলের সঙ্গে মূল শহরের যোগাযোগের অন্যতম মাধ্যম মেট্রো। ছুটির দিনে মেট্রো স্টেশনের দরজাও বন্ধ থাকবে কি না, তা নিয়ে চিন্তায় শহরবাসী।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে অন্যান্য দিনের মতোই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। সূচি মোতাবেক মেট্রো চলবে গ্রিন লাইন, অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটেও। তবে বৃহস্পতিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে পার্পল লাইন, অর্থাৎ জোকা-তারাতলা মেট্রো রুটে।

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Republic day saraswati puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE