অন্যান্য দিনের তুলনায় মঙ্গল এবং বুধবার মেট্রো চলবে সংখ্যায় কম। —ফাইল চিত্র।
দোলযাত্রা এবং হোলি উপলক্ষে মঙ্গল ও বুধবার মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় ওই দু’দিন ট্রেনও চলবে সংখ্যায় কম। শহরে গ্রিন এবং ব্লু, এই দুই রুটেই প্রথম মেট্রোর যাত্রা দেরিতে শুরু হবে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রোর পরিবর্তিত সময়সূচি জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
৭ মার্চ, মঙ্গলবার রাজ্য জুড়ে দোলযাত্রা পালিত হবে। পরের দিন হোলি। ওই বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে দিনভর আপ-ডাউন মিলিয়ে ২৮৮টির বদলে ৬০টি ট্রেন চলবে। ৩০টি আপ এবং ৩০টি ডাউন ট্রেন রয়েছে। এ ছাড়া, ৬০টির মধ্যে ৫৮টি (আপ ও ডাউন লাইনে ২৯টি করে) ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করবে। মঙ্গলবার এই রুটে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে থেকে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর আড়াইটেয় ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও ওই একই সময় স্টেশনে আসবে। অন্য দিকে, দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনও সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে আড়াইটের সময় যাত্রা শুরু করবে। এ ছাড়া, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটি সকাল ৭টায় নয়, স্টেশনে ঢুকবে দুপুর আড়াইটেয়। যদিও এই রুটে শেষ ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।
বুধবার যদিও এই রুটে মেট্রোর প্রথম এবং শেষ ট্রেনের সময়ে বদল করা হয়নি বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে ৮ মার্চ হোলির দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ২৮৮টির বদলে ৯৪ করে আপ-ডাউন মিলিয়ে মোট ১৮৮টি ট্রেন চালানো হবে।
মঙ্গলবার ব্লু লাইনের মতোই মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডর (গ্রিন লাইন) রুটে অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেনের সময়সূচিতে বদল করা হয়েছে। ওই দিন এই রুটে ১০৬টির বদলে আপ-ডাউন মিলিয়ে ১১টি করে অর্থাৎ মোটে ২২টি ট্রেন চলবে বলে মেট্রো সূত্রে খবর। এ ছাড়া, প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩টেয়। পাশাপাশি, ওই সময় থেকে রাত ৮টা ২০ পর্যন্ত দু’টি ট্রেনের মধ্যে আধ ঘণ্টার ব্যবধান রাখা হয়েছে। ওই দিন শেষ ট্রেন ছাড়বে রাত ৮টায়।
বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ৯০টি ট্রেন চলবে। ওই দিন প্রথম এবং শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। অবশ্য পরের দিন এই রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy