Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Kolkata Metro

ট্রেনের সামনে বৃদ্ধের ঝাঁপ দেওয়ার চেষ্টা রুখে দিলেন মেট্রোকর্মীরা, প্লাটফর্মে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরে কালীঘাট মেট্রো স্টেশনে ডাউন ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর বয়স ৭৫ বছরের আশপাশে।

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২১:৪৬
Share: Save:

কালীঘাট মেট্রো স্টেশনে বৃহস্পতিবার, কালীপুজোর সকালে ইতিউতি ঘুরে বেড়াচ্ছিলেন এক বৃদ্ধ। সিসি ক্যামেরায় সেই দৃশ্য দেখে সন্দেহ হয় কর্মীদের। সঙ্গে সঙ্গে প্লাটফর্মে পৌঁছন তাঁরা। অভিযোগ, ডাউন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। তাঁকে ধরে ফেলেন মেট্রো কর্মীরা। পরে বৃদ্ধ স্বীকার করেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরে কালীঘাট মেট্রো স্টেশনে ডাউন ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর বয়স ৭৫ বছরের আশপাশে। সিসি ক্যামেরায় ওই বৃদ্ধের ঘোরাঘুরি দেখে সন্দেহ হয় মেট্রো কর্মী এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র। তাঁরা সঙ্গে সঙ্গে প্লাটফর্মে পৌঁছন। তখনই তিনি স্টেশনের দিকে ধেয়ে আসা ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। তাঁকে ধরে ফেলেন মেট্রোর কর্মীরা।

ওই বৃদ্ধ স্বীকার করেন যে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর পর কালীঘাট থানায় মেট্রো রেলের তরফে খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এলে তাদের হাতে ওই বৃদ্ধকে তুলে দেওয়া হয়।

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE