—প্রতিনিধিত্বমূলক চিত্র।
কালীঘাট মেট্রো স্টেশনে বৃহস্পতিবার, কালীপুজোর সকালে ইতিউতি ঘুরে বেড়াচ্ছিলেন এক বৃদ্ধ। সিসি ক্যামেরায় সেই দৃশ্য দেখে সন্দেহ হয় কর্মীদের। সঙ্গে সঙ্গে প্লাটফর্মে পৌঁছন তাঁরা। অভিযোগ, ডাউন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। তাঁকে ধরে ফেলেন মেট্রো কর্মীরা। পরে বৃদ্ধ স্বীকার করেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরে কালীঘাট মেট্রো স্টেশনে ডাউন ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর বয়স ৭৫ বছরের আশপাশে। সিসি ক্যামেরায় ওই বৃদ্ধের ঘোরাঘুরি দেখে সন্দেহ হয় মেট্রো কর্মী এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র। তাঁরা সঙ্গে সঙ্গে প্লাটফর্মে পৌঁছন। তখনই তিনি স্টেশনের দিকে ধেয়ে আসা ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। তাঁকে ধরে ফেলেন মেট্রোর কর্মীরা।
ওই বৃদ্ধ স্বীকার করেন যে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর পর কালীঘাট থানায় মেট্রো রেলের তরফে খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এলে তাদের হাতে ওই বৃদ্ধকে তুলে দেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy