Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Covid 19

Kolkata Metro Rail: সোমবার থেকে মেট্রোয় ফের টোকেন বন্ধ, স্মার্ট কার্ড ছাড়া আপাতত ঢোকা যাবে না স্টেশনে

মেট্রো সূত্রে দাবি, আগেও আসন সংখ্যার ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চলেছে। এ বারও সে ভাবেই চলবে। পরবর্তী নির্দেশ এলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা।

স্মার্ট কার্ডধারীরাই কেবল মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন।

স্মার্ট কার্ডধারীরাই কেবল মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৬:৩৯
Share: Save:

সোমবার থেকে মেট্রোয় সাময়িক বাতিল হচ্ছে টোকেন। একমাত্র স্মার্ট কার্ডধারীরাই মেট্রোয় যাত্রা করতে পারবেন। তবে সে ক্ষেত্রে আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি যাত্রী ঢুকতে পারবেন না মেট্রো স্টেশনে। এমনই মেট্রো সূত্রে খবর।

করোনা আবহে রবিবার মুখ্যসচিব ঘোষণা করেছেন একাধিক বিধিনিষেধের। তিনি জানিয়েছেন, সোমবার থেকে সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে আসন সংখ্যার ৫০ শতাংশ যাত্রী নিয়ে। দূরপাল্লার ট্রেনে এখনও কোনও বিধিনিষেধ জারি হয়নি। মেট্রো চলবে স্বাভাবিক ভাবেই, তবে সে ক্ষেত্রে আসন সংখ্যার ৫০ শতাংশ যাত্রী কেবল উঠতে পারবেন পাতালরেলে। এই পরিস্থিতিতে মেট্রো রেলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। ৩ জানুয়ারি, সোমবার থেকে মেট্রো রেলে উঠতে পারবেন কেবলমাত্র স্মার্ট কার্ডধারীরাই। তবে আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন না। কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেন, ‘‘সোমবার থেকে মেট্রোয় সাময়িক ভাবে টোকেন বন্ধ করে দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কেবলমাত্র স্মার্ট কার্ড দিয়েই স্টেশনে ঢোকা যাবে।’’

মেট্রো সূত্রে দাবি, এর আগেও আসন সংখ্যার ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালিয়েছেন তারা। এ বারও তা করতে সমস্যা হবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থাই বলবৎ থাকবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE