অবশেষে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রো স্টেশন তৈরির ছাড়পত্র মিলল। জোকা-বিবাদী বাগ মেট্রো রেল চলাচলের পথে যে মেট্রো স্টেশনগুলি তৈরি হওয়ার কথা রয়েছে তার মধ্যে ছিল ভিক্টোরিয়াও। কিন্তু স্টেশন তৈরি হলে ঐতিহ্যবাহী এই স্থাপত্যের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরির বিষয়টি আটকে ছিল। অবশেষে শুক্রবার সেই ছাড়পত্র মিলেছে।মেট্রো সূত্রে খবর, এই বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য ২০১৬ সালে একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের গবেষকরা ছিলেন। তাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি কৃত্রিম কম্পন তৈরি করে বোঝার চেষ্টা করেন মেট্রোর কাজ চলাকালীন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কোনও ক্ষতি হবে কি না। সম্প্রতি সেই পরীক্ষার রিপোর্ট পেশ করেছে কমিটি। সেই রিপোর্টে বলা হয়েছে মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না।
মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সেই রিপোর্টটি রেল বিকাশ নিগমকে দেওয়া হয়েছে। মেট্রো সূত্রে খবর, এ ছাড়া প্রধান গেটের সামনে যখন মেট্রোর স্টেশন তৈরি হবে, সেই কাজে মেট্রোর পাশাপাশি নজরদারিতে থাকবে আইআইটি মাদ্রাজ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।