প্রতীকী ছবি।
গোটা রুশ দেশে দাগ কাটা তাঁর উপন্যাস ‘লাউরাস’ ইতিমধ্যে হিন্দিতে অনুবাদ হয়েছে। বাংলায় অনুবাদেরও কথা চলছে। কিন্তু তার আগে কলকাতায় এসে চায়ের সঙ্গে শিঙাড়া খেতে শিখে নিয়েছেন রাশিয়ায় সাহিত্যে সর্বোচ্চ স্বীকৃতি ‘বিগ’ সম্মানজয়ী ওই লেখক ইউজিন ভোডোলাজ়কিন। বইমেলার ভিতরে-বাইরে কয়েক দিন ধরে প্রাণ ভরে কলকাতাকে উপভোগ করেছেন তিনি। আজ, বৃহস্পতিবার কলকাতা ছেড়ে দেশে ফেরার কথা তাঁর। তবে এই দিনই বইমেলার মাঠে দেখা মিলবে রুশ শিশু সাহিত্যিক অ্যানা গনচারোভার। কলকাতা সাহিত্য উৎসবের হাত ধরে কলকাতা আন্তর্জাতিক বইমেলার এ বারের শেষ অঙ্কও শুরু হতে চলেছে।
তিন দিনের সাহিত্য উৎসবের সূচনায় অন্য ভূমিকায় দেখা মিলবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ‘এক্ষণ’ পত্রিকার সঙ্গে দীর্ঘদিন তিনি জড়িত ছিলেন। এ বার দেখা যাবে লিটল ম্যাগাজ়িন সংগঠক সৌমিত্রকে। বৃহস্পতিবারই বইমেলার প্রথম নবনীতা দেবসেন স্মারক বক্তৃতায় শিশু সাহিত্য নিয়ে কথা বলবেন শিশু সাহিত্যিক নন্দনা দেবসেন। কৌতুকের জুটি ভানু-জহরের শতবর্ষও উদ্যাপন করা হবে। তিন দিনের সাহিত্য আড্ডায় এ বার গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ভারতের সমসময়ের প্রতিবাদের রাজনীতিও। সিটিজ়েনস্পিক বলে এক নাগরিক মঞ্চের তরফে আলোচনায় বিষয়গুলি উঠে আসবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy