প্রতীকী ছবি।
টালা সেতু বন্ধের কারণে ঘুরপথে বাস চালাতে গিয়ে প্রবল লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উত্তর কলকাতার বেসরকারি বাস-মিনিবাসের মালিকদের। প্রশাসনের কাছে একাধিক বার এই সমস্যার কথা জানিয়েও সুরাহা মেলেনি বলে জানাচ্ছেন তাঁরা। তাই আগামী সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য উত্তর কলকাতার সব ক’টি রুটে বাস ধর্মঘটের ডাক দিল ‘ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’।
বাসমালিক সংগঠনের অভিযোগ, টালা সেতু বন্ধ হওয়ার পরে উত্তরমুখী যান চলাচলের জন্য লকগেট উড়ালপুল এবং দক্ষিণমুখী যান চলাচলের জন্য বেলগাছিয়া সেতু খুলে দেওয়ার কথা হয়েছিল। গত ২২ নভেম্বর পরিবহণ দফতরের সঙ্গে বাসমালিকদের বৈঠকে তেমনটা জানানো হলেও তা এখনও কার্যকর হয়নি।
বেলগাছিয়া এবং চিৎপুর সেতু দিয়ে জেলা শহর থেকে আসা দূরপাল্লার বাস অবাধে যাতায়াত করলেও শহরের বাস সেই সুবিধে পাচ্ছে না। ঘুরপথে যাতায়াত করতে গিয়ে যাত্রাপথে অনেক বেশি সময় লাগছে। যে কারণে যাত্রীও অনেক কমেছে বলে দাবি সংগঠনের। পাশাপাশি, উত্তর কলকাতার কমবেশি ২০টি রুটের বাস ঘুরপথে চালাতে গিয়ে দৈনিক ট্রিপের সংখ্যা অর্ধেক হয়েছে বলেও অভিযোগ তাদের। এক বার যাতায়াতেই ২-৩ ঘণ্টা করে বেশি সময় লাগায় একটি বাস প্রত্যাশিত সংখ্যক ট্রিপ করছে না।
একে যাত্রীর সংখ্যা এক ধাক্কায় কমেছে। ট্রিপও কমেছে। সব মিলিয়ে বাস পিছু আয় ধাক্কা খাওয়ায় প্রায় সাড়ে সাতশো বাসের তিন হাজার পরিবহণকর্মী বিপাকে পড়েছেন বলে দাবি। ‘ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘একাধিক বার পরিবহণ দফতরের কর্তাদের সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু লকগেট উড়ালপুল এবং বেলগাছিয়া সেতু নিয়ে কোনও সরকারি নির্দেশিকা জারি না হওয়ায় চরম সমস্যা হচ্ছে। ক্ষতি টানতে না পেরে ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি।’’
পরিবহণ দফতরের আধিকারিকেরা এ নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। তবে, সমস্যা মেটাতে বাসমালিক সংগঠন এবং পুলিশের সঙ্গে আলোচনা করা হবে বলে পরিবহণ দফতরের কর্তারা জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy