শহরের বাস পরিষেবাকে যাত্রীদের কাছে জনপ্রিয় করতে এবং একই সঙ্গে কার্যকর হিসাবে তুলে ধরতে গত জানুয়ারি মাসে বাস স্টপগুলি আধুনিক করার পাশাপাশি, বাসের আসা-যাওয়ার হদিস মোবাইলের মাধ্যমে যাত্রীদের জানাতে বিশেষ অ্যাপ তৈরি করার পরিকল্পনা হয়েছিল। বিষয়টি নিয়ে বৈঠকও হয়েছিল কলকাতা পুরসভায়। শুরুতে এই কাজ পাইলট প্রকল্প হিসাবে করার পরিকল্পনা হয়। তবে, নানা জটিলতায় বৈঠকের চার মাস পরেও পাইলট প্রকল্পের কাজ শুরুই করা যায়নি বলে অভিযোগ। পরিবহণ দফতর অবশ্য জানিয়েছে, মে মাসে এই প্রকল্পের কাজ শুরু করার ব্যাপারে তারা আশাবাদী।
এই পরিকল্পনা অনুযায়ী, বাছাই করা কিছু বাস স্টপকে সাজিয়ে তোলা হবে। সেখানে যাত্রীদের বসার জন্য আরামপ্রদ পরিসর তৈরি করা ছাড়াও লাগানো হবে এলসিডি মনিটর। সেই মনিটর থেকে যাত্রীরা বিভিন্ন রুটের বাসের সময় জানতে পারবেন।
প্রসঙ্গত, কলকাতা লাগোয়া উপনগরী নিউ টাউনে এমন ব্যবস্থা আগেই চালু হয়েছে। এর পাশাপাশি, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট বাসের রুট, অবস্থান, আসার সময়ের ব্যবধান-সহ বিভিন্ন তথ্য জানতে পারবেন। বাস স্টপগুলি আধুনিক বা স্মার্ট করে তোলার কাজ কলকাতা পুরসভার তরফে করার কথা। অ্যাপ-সহ বাসের অবস্থান সংক্রান্ত তথ্য জানাতে প্রয়োজনীয় পরিকাঠামো পরিবহণ দফতরের তত্ত্বাবধানে তৈরি করার কথা তথ্যপ্রযুক্তি দফতরের।
পরিবহণ দফতরের পক্ষ থেকে প্রাথমিক ভাবে উত্তর, দক্ষিণ এবং মধ্য কলকাতা মিলিয়ে বেশ কিছু বাস স্টপ বেছে নিয়ে পুরো কাজটি করা হবে বলে খবর। বাসের ক্ষেত্রে ই এম বাইপাস ও বিমানবন্দর কেন্দ্রিক ১২টি সরকারি এবং বেশ কিছু বেসরকারি রুট বেছে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রুটগুলিতে বাস চালায়, এমন একাধিক মালিক সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে।
উল্লেখ্য, বাসের প্রতি মুহূর্তের অবস্থান জানতে সেখানে মোবাইল থাকা জরুরি। বেসরকারি এবং সরকারি বাসগুলিকে কী ভাবে মোবাইল অ্যাপের আওতায় আনা যায়, তা চূড়ান্ত করতে সময় লাগছে বলে পরিবহণ দফতর সূত্রের খবর। বেসরকারি বাসমালিকদের একাধিক সংগঠন নতুন করে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে। এই সমস্যা মেটাতে বাণিজ্যিক সংস্থার মাধ্যমে প্রতিটি বাসের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করার পরিকল্পনা করতে হচ্ছে সরকারকে।
এরই সঙ্গে সংশ্লিষ্ট অ্যাপের রক্ষণাবেক্ষণের বিপুল খরচ মিটিয়ে কী ভাবে সেটি সফল ভাবে চালানো যাবে, ছকতে হচ্ছে তারও পরিকল্পনা। পুরসভার উপরে বাস স্টপগুলি সাজিয়ে তোলার পাশাপাশি, সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে। সেখান থেকে বিজ্ঞাপনের মাধ্যমে পুর প্রশাসন আয় করতে পারে। পুরসভা সূত্রের খবর, এ নিয়ে প্রয়োজনীয় বরাত প্রক্রিয়া চূড়ান্ত করতে গিয়ে দেরি হচ্ছে।
গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘প্রস্তুতি চলছে। আপাতত পাইলট প্রকল্পের আওতায় ১২টি বাস স্টপ সাজিয়ে তোলা হবে। পরে ধাপে ধাপে অন্য বাসস্টপ এবং বাস
স্ট্যান্ডকে এই পরিকল্পনার আওতায় আনা হবে।’’ পরিবহণসচিব সৌমিত্র মোহনের কথায়, ‘‘প্রকল্পের কাজ চলছে। আশা করা যাচ্ছে, আগামী মাসে পাইলট প্রকল্পটি শুরু করে দেওয়া যাবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)