প্রতীকী ছবি। গ্রাফিক: শৌভিক দেবনাথ
বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়ে যান স্ত্রী। স্বামীর হাত থেকে নিজেকে কোনও রকমে বাঁচিয়ে তিনি তিলজলা থানায় ছুটে যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ওই দম্পতির মধ্যে ঝামেলা লেগে থাকত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শৌচালয়ে জলের ট্যাঙ্কের পাশ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
পুলিশকে অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি তাঁর এক বন্ধুর বাড়িতে ছিলেন। হঠাৎ ফোন করেন তাঁর স্বামী। গালিগালাজ করতে শুরু করেন। বাড়ি পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এ দিকে গুলির শব্দ শুনে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পর থেকে আতঙ্কিত তপসিয়া রোডের বাসিন্দা ওই মহিলা।
বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি সামনে এলেও, ঘটনার নেপথ্য অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: গঠিত বিশেষজ্ঞ কমিটি, দেশের সবাই টিকা পাবেন, আশ্বাস প্রধানমন্ত্রীর
আরও পড়ুন: জঙ্গি-অর্থের উৎস সন্ধানে ফের অভিযানে এনআইএ, দিল্লিতে হানা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy