দুপুরে শহরের মূল রাস্তাগুলির একটি জল-ছবি তুলে ধরা হয়েছে। প্রতীকী ছবি।
মাথায় বৃষ্টি আর পায়ে জমা জল। সোমবার সকাল থেকে শহরের রূপ মোটামুটি এইরকমই। কখনও বৃষ্টি কমেছে। কখনও বেড়েছে। তবে পুরোপুরি থামেনি। যেমন জলও নামেনি রাস্তা থেকে। গোটা শহরই প্রায় জলমগ্ন। শহরের ১৩২টি মূল রাস্তায় কোথাও গোড়ালি ডোবা জল, কোথাও হাঁটু জল, কোথাও আবার জমা জল হাঁটুর উচ্চতা ছাড়িয়েছে। জলযন্ত্রণা যানজট বাড়িয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরবন্দি করেছে শহরবাসীকে। তবু তার মধ্যেও জরুরি কাজে বাড়ির বাইরে বেরোতেই হচ্ছে অনেককে। তাদের জন্য রইল আনন্দ বাজার অনলাইনের আগাম সতর্কতা। বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কোন রাস্তায় কতটা জল। দুপুর ১২টা ৫০মিনিট নাগাদ শহরের মূল রাস্তাগুলির কোথায় কতটা জল রয়েছে? কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর। এক নজরে দেখে নিন—
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy