Advertisement
১০ অক্টোবর ২০২৪
Ichapur Metak and Steel Factory

ইজ়রায়েলের বরাত বাতিলের দাবি ফ ব-র

ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র সেই বাঙ্কার ভেদ করতে সমস্যায় পড়ছে। সেই জন্য ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের ওই কারখানাটিকে বরাত দিয়েছে তেল আভিভ।

Forward Bloc demands scrapping of Israel\\\\\\\'s defence

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৫:২৭
Share: Save:

ক্ষেপণাস্ত্রের অংশ তৈরির জন্য ইছাপুরের মেটাল ও স্টিল কারখানাকে ইজ়রায়েল যে বরাত দিয়েছে, তা বাতিল করার দাবি জানাল ফরওয়ার্ড ব্লক। তাদের দাবি, ইজ়রায়েলের হানার হাত থেকে বাঁচতে প্যালেস্টাইনের মানুষ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র সেই বাঙ্কার ভেদ করতে সমস্যায় পড়ছে। সেই জন্য ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের ওই কারখানাটিকে বরাত দিয়েছে তেল আভিভ। এর বিরোধিতা করে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন, “আমরা এর তীব্র নিন্দা করি। শান্তি ও প্যালেস্টাইনের মানুষের জন্য ভারত সরকারের কাছে আমাদের দাবি, এই বরাত বাতিল করতে হবে।” প্রয়োজনে কারখানার সামনে ধর্না কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন নরেন। প্রসঙ্গত, প্যালেস্টাইনে ইজ়রায়েলের হানার বর্ষপূর্তিতে দু’দিন আগেই কলকাতায় প্রতিবাদ মিছিল করেছিল সিপিএম, ফ ব-সহ ৯টি বামপন্থী দল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE