Advertisement
১৬ ডিসেম্বর ২০২৪
Tushar Talukdar Died

প্রয়াত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় শনিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তুষারকান্তি তালুকদারকে। মঙ্গলবার দুপুরে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Former Kolkata Police Commissioner Tushar Kanti Talukdar passed away on Tuesday

তুষার তালুকদার। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১৪:২৬
Share: Save:

প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদার। মঙ্গলবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর।

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় শনিবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন পুলিশ কমিশনারকে। দ্রুত তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানোর পর হৃদ্‌যন্ত্রেও সমস্যা খুঁজে পান চিকিৎসকেরা। মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। দুপুর সওয়া ১২টা নাগাদ হাসপাতালের তরফে জানানো হয়, তুষার মারা গিয়েছেন।

১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার। ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের রাইটার্স বিল্ডিং অভিযানে গুলি চালিয়ে ১৩ জনকে মেরে ফেলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের ঘটনার তদন্তে যে বিচারবিভাগীয় কমিশন গঠন করেছিল, সেই কমিশনের সামনে নিজের বক্তব্য জানিয়েছিলেন তুষার। জানিয়েছিলেন যে, কার নির্দেশে সে দিন গুলি চলেছিল, তা তাঁর মনে নেই। তিনি নিজে এমন কোনও নির্দেশ দেননি বলে জানান এই প্রাক্তন আইপিএস আধিকারিক।

অন্য বিষয়গুলি:

Police commissioner Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy