বিজয় দশমীর বিকেলে অগ্নিকাণ্ড বাঁশদ্রোণীর ক্ষীরপুকুরের কয়েকটি বাড়িতে। দমকল সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয় সূত্রের খবর, ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলের একটি দরমার বাড়িতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। আশপাশে বেশ কয়েকটি ঝুপড়ি থাকায় সেগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
আগুনে কয়েকটি বাড়ির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকল সূত্রের খবর, দ্রুত দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ওই বাড়িতে রান্না করার সময় গ্যাসের উনুন থেকে আগুন ছড়িয়েছিল।