কলকাতার গার্ডেনরিচ মোড়ে গাড়ি সারাইয়ের গ্যারেজে বিধ্বংসী আগুন। বুধবার সকাল সাড়ে ১২টা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে কেউ ওই গ্যারেজে আটকে নেই বা কোনও হতাহতের খবর নেই বলে দমকল সূত্রে খবর।
দমকল সূত্রে খবর, দাউ দাউ করে আগুন জ্বললেও এখনও সেই আগুন ছড়িয়ে পড়েনি। আপাতত আগুন নিয়ন্ত্রণেই রয়েছে। তবে এখনও সম্পূর্ণ ভাবে আগুন নেভানো সম্ভব হয়নি বলেও দমকল সূত্রে খবর।
আরও পড়ুন:
১৪ ফেব্রুয়ারি কামারহাটির প্রবর্তক জুটমিলেও ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারাও। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।