শিয়ালদহ স্টেশনের কাছে বহুতল বাজারে বিধ্বংসী আগুন। সূত্রের খবর, মঙ্গলবার রাত পৌনে ৯টা নাগাদ জগৎ সিনেমার অদূরে ওই বহুতল বাজারে আগুন লেগেছে।
স্থানীয় একটি সূত্র জানাচ্ছে, ছ’তলা বাড়িটির পাঁচতলায় আগুন লাগে। ওই তলায় একটি গেস্ট হাউস রয়েছে। বাজারে প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলে দমকলের একটি সূত্র জানাচ্ছে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাজেরের বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে। বিস্ফোরণের শব্দও সোনা গিয়েছে, যা সম্ভবত গ্যাস সিলিন্ডারের বলে মনে করা হচ্ছে।
কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয় বলে দমকল সূত্রের খবর। স্থানীয় সূত্রের খবর, অতীতে সূর্য সেন স্ট্রিট লাগোয়া শিয়ালদহ এলাকার এই বাজারেই আগুন লেগে ২৫ জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন।