Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
EVM

বিধানসভা কেন্দ্রগুলির ভোটযন্ত্র পরীক্ষা শুরু

পুলিশ জানিয়েছে, আলিপুরে নিউ প্রশাসনিক ভবনে রয়েছে টালিগঞ্জ, যাদবপুর, কসবা, বেহালা পূর্ব এবং পশ্চিম ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের ইভিএম। সেখানেই গত সপ্তাহে শুরু হয়েছে ইভিএম পরীক্ষার কাজ।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শিবাজী দে সরকার
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০৩:৩৫
Share: Save:

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে মেটে, মাঝপথে যন্ত্র যাতে না বিগড়োয়, তার জন্য ইতিমধ্যেই সচেষ্ট হয়েছে পুলিশ-প্রশাসন। তারই অঙ্গ হিসেবে কলকাতা পুলিশের অধীনস্থ বিধানসভা কেন্দ্রগুলির ভোটযন্ত্র বা ইভিএম পরীক্ষার কাজ শুরু হয়েছে গত সপ্তাহে। শহরের তিন জায়গায় প্রথম পর্যায়ের ওই পরীক্ষা বা ফার্স্ট লেভেল অব চেকিং চলবে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত।

লালবাজার সূত্রের খবর, কলকাতার ১৮টি বিধানসভা কেন্দ্রের জন্য ইতিমধ্যেই তেলঙ্গানা, ছত্তীসগঢ় এবং হায়দরাবাদ থেকে ভোটযন্ত্র চলে এসেছে। সেগুলি রাখা হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং, পাইকপাড়া বাস ডিপো এবং আলিপুরে নিউ প্রশাসনিক ভবনের দশম তলে। ইভিএম পাহারার দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের বিভিন্ন ব্যাটালিয়নের সশস্ত্র বাহিনীর জওয়ানেরা।

পুলিশ জানিয়েছে, আলিপুরে নিউ প্রশাসনিক ভবনে রয়েছে টালিগঞ্জ, যাদবপুর, কসবা, বেহালা পূর্ব এবং পশ্চিম ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের ইভিএম। সেখানেই গত সপ্তাহে শুরু হয়েছে ইভিএম পরীক্ষার কাজ। যা শেষ হওয়ার কথা কাল, বৃহস্পতিবার। ৪,৮০৫টি ইভিএম পরীক্ষার সময়ে প্রশাসনের আধিকারিক এবং নির্বাচন কমিশনের ইঞ্জিনিয়ারেরা ছাড়া থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। থাকছেন রিটার্নিং অফিসার-সহ পুলিশের প্রতিনিধিরাও।

একটি ভোটযন্ত্রে মূলত তিনটি ইউনিট থাকে— কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট ইউনিট এবং ব্যালট ইউনিট। তিনটি ইউনিটই ঠিক আছে কি না, সেই পরীক্ষাই চলছে এখন। আগামী ১১ জানুয়ারি থেকে সার্ভে বিল্ডিংয়ে শুরু হবে বালিগঞ্জ, রাসবিহারী, বন্দর এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটযন্ত্র পরীক্ষার কাজ। তা চলবে ১৬ তারিখ পর্যন্ত। পরদিন, ১৭ জানুয়ারি থেকে শুরু হবে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভার ইভিএম পরীক্ষা। সেই কাজ হবে পাইকপাড়া বাস ডিপোয়। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন তিন দফায় এই পরীক্ষা চলবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

ভোটযন্ত্র পরীক্ষার সময়ে নকল ভোটদানের (মক পোল) ব্যবস্থাও রাখা হয়েছে। এক পুলিশকর্তা জানান, ইভিএমের আওয়াজ, সিগন্যাল ঠিক আছে কি না, যন্ত্রের বোতামগুলি ঠিক মতো কাজ করছে কি না— সে সব পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়ারেরা। একটি সূত্রের দাবি, পরীক্ষার সময়ে কোনও রকম ত্রুটি নজরে পড়ল তা নির্বাচন কমিশনের নজরে আনা হচ্ছে এবং শুধরে নেওয়া হচ্ছে।

অন্য বিষয়গুলি:

EVM Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy