বাঁ দিকে চালতা বাগান এবং ডান দিকে নাকতলা উদয়ন সঙ্ঘের প্রতিমা। নিজস্ব চিত্র
বৃষ্টি বাদল আপাতত দূরে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা বহাল। ফলে বোধনের দিনের ছবিটা বজায় রইল মহাসপ্তমীতেও। রাজপথে নেমে পুজো দেখার ঢল কম। এই নিওনর্মালে বদলাচ্ছে অভ্যাসও। ভার্চুয়াল পুজোর লিঙ্কে ক্লিক করে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শুনে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা চালু করেছেন বেশ কয়েকটি পুজোর উদ্যোক্তারা। আনন্দবাজার ডিজিটালও দর্শকদের পৌঁছে দিচ্ছে কলকাতার বিভিন্ন মণ্ডপে। শুক্রবার সপ্তমী তিথিতে আমরা পৌঁছে গিয়েছিলাম চালতা বাগান এবং নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো মণ্ডপে।
চালতা বাগানের পুজো বিখ্যাত সপ্তমীর সন্ধ্যায় আরতির জন্য। অবশ্য গত বারের ভিড় স্বাভাবিক ভাবেই এ বার সেখানে নেই। কিন্তু আরতির সেই ঐতিহ্য তাজা দর্শকদের মনে। এ বার ওই পুজো ৭৮ বছরে পা দিল। মণ্ডপ তৈরি হয়েছে হোগলা পাতা, বাঁশ ইত্যাদি দিয়ে।
পুজো মানেই নতুন ভাবনার যুদ্ধ। করোনাকালেও তার হেরফের হয়নি। বরাবরই কলকাতার সেরা থিমের পুজোগুলির মধ্যে অন্যতম নাকতলা উদয়ন। এ বার তাদের ভাবনা পরিযায়ী শ্রমিক।
আরও পড়ুন: আবহাওয়ার দ্রুত উন্নতি, পুজোয় নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ
আরও পড়ুন: সঙ্কট কাটেনি, সৌমিত্রর স্নায়বিক সমস্যা কাটাতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy