চক্ররেলের লাইনের পোস্টের উপর ভেঙে পড়েছে ক্রেন।—নিজস্ব চিত্র।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল হাবড়াগামী চক্ররেলের যাত্রীরা। শুক্রবার সন্ধ্যায় খিদিরপুরের স্যুইং ব্রিজের কাছে রেললাইনের ধারে থাকা কলকাতা বন্দর কতৃপক্ষের একটি ক্রেন ভেঙে পড়ে চক্ররেলের লাইনের পোস্টের উপর।
রেল সূত্রে খবর, ঠিক সেই সময়েই ওই লাইন দিয়ে যাচ্ছিল হাবরাগামী মাঝেরহাট লোকাল। ওই ভেঙে পড়া পোস্টের ধাক্কায় ট্রেনের অন্তত চারটি কামরার জানলার কাচ ভেঙে যায়।
কলকাতা পুলিশ সূত্রে খবর, এ দিন ওই ট্রেনে যাত্রী সংখ্যা অন্য কাজের দিনের তুলনায় অনেক কম ছিল। ফলে কয়েক জনের অল্পবিস্তর চোট লাগলেও বেশি আঘাত কারও লাগেনি। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনকে কলকাতা পুলিশের কর্মীরা হাসপাতালে স্থানান্তরিত করেন। তাঁদের অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন: এ বার গারুলিয়াও পুনর্দখল করল তৃণমূল, নতুন চেয়ারম্যান সঞ্জয় সিংহ
ঘটনার পরেই কলকাতা পুলিশ ছাড়াও ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ, রেলপুলি সমেত রেলের পদস্থ কর্তারা। ঘটনাস্থলে যান বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরাও। কী ভাবে ওই ক্রেনটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রেনে ভিড় থাকলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত বলে মনে করছেন পুলিশের আধিকারিকরা।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কিয়ার’! গোয়া-কর্নাটকে ভারী বৃষ্টির সতর্কতা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy