ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্য উদযাপন করছে সিপিআই। সেই শতবর্ষ পালনের কর্মসূচি উপলক্ষই দীর্ঘ দিন পরে কলকাতায় একক শক্তিতে সমাবেশ করতে চলেছে তারা। ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ এবং ‘তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও’, এই স্লোগান সামনে রেখে রানি রাসমণি অ্যাভিনিউয়ে আগামী ৫ ফেব্রুয়ারির সমাবেশে উপস্থিত থাকার কথা সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, কেন্দ্রীয় নেতা পল্লব সেনগুপ্তের। থাকবেন দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, বর্ষীয়ান নেতা অশোক রায়ও। সিপিআইয়ের রাজ্য দফতর ভূপেশ ভবনে শুক্রবার দলের তরফে স্বপন, গৌতম রায়, প্রবীর দেব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা শতবর্ষ উদযাপনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে বিজেপির ‘বিপদে’র কথা বলেছেন। তাঁদের বক্তব্য, ‘‘বিজেপি শাসনে দেশ এক ভয়ানক ফ্যাসিবাদী বিপদের মুখে।’’ একই সঙ্গে তাঁদের সংযোজন, ‘‘আমাদের পশ্চিমবঙ্গও নীতিহীন ও নৈরাজ্যবাদী তৃণমূল শাসনে জেরবার। সারা দেশের ক্ষেত্রে বিজেপি যে সব কাজ করে চলেছে, তৃণমূল ক্ষমতার স্বার্থে মুখে তার বিরোধিতা করছে বটে, কিন্তু কাজে প্রায় একই জিনিস করে চলেছে। বিজেপি’র নীতিগত বিরোধিতা বলতে যা বোঝায়, তার ধারপাশ দিয়ে যাচ্ছে না।’’ বিজেপি ও তৃণমূল-বিরোধী লড়াইয়ের ডাক দিয়েই সিপিআইয়ের আগামী রাজ্য সম্মেলন হতে চলেছে আগামী অগস্ট মাসে বিধাননগরে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)