Advertisement
০৩ নভেম্বর ২০২৪
buddhadeb bhattacharya

আগের চেয়ে সুস্থ বুদ্ধদেব, তবে হাসপাতালে ভর্তি করানো দরকার, বলছেন চিকিৎসকরা

পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই চিকিৎসাধীন কোভিডে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব। বৃহস্পতিবারও তাঁকে দেখে এসেছেন চিকিৎসকরা।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২১ ২২:৫৮
Share: Save:

আগের চেয়ে ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শরীরের অবস্থাও স্থিতিশীল। তবে কিছু পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন, বলছেন চিকিৎসকেরা।

পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই রয়েছেন কোভিডে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। বৃহস্পতিবারও তাঁকে দেখে এসেছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, সকালেই তাঁর রক্ত পরীক্ষা হয়েছে। তাঁর রিপোর্ট স্বাভাবিকের চেয়ে সামান্য খারাপ হলেও অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, রক্ত পরীক্ষা ছাড়া তাঁর আরও বেশ কিছু পরীক্ষার প্রয়োজন আছে। চিকিৎসার জন্যও এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। কিন্তু তাঁকে কোনও ভাবেই রাজি করানো যাচ্ছে না। তা নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। বুদ্ধবাবুর দেখভাল যিনি করেন, সেই তপনবাবুও কোভিডে আক্রান্ত। স্ত্রী মীরাও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এই পরিস্থিতিতে তাঁকে দেখাশোনা করার মতো লোক নেই বললেই চলে। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই বুদ্ধদেবের শরীরে অক্সিজেনের মাত্রা ৯০-এর নীচে নেমে গিয়েছিল। অক্সিজেন দেওয়ার পর স্যাচুরেশন ৯০-এর উপর উঠেছে। উনি বাড়িতে থাকলে সমস্যা বাড়তে পারে, সেই ভয়ই পাচ্ছেন চিকিৎসকরা।

অন্য বিষয়গুলি:

buddhadeb bhattacharya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE