বছর চারেক আগে কলকাতা পুর নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে খাস শহরের বুকে গিরিশ পার্কে গুলিতে জখম হয়েছিলেন এক পুলিশ অফিসার। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল চার দিকে। গত ১২ সেপ্টেম্বর সেই মামলার বিচারপর্ব শেষ হয়েছে। বিচার ভবনের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সোমনাথ মুখোপাধ্যায় আজ, মঙ্গলবার মামলার রায় দেবেন।
দিনটা ছিল ২০১৫ সালের ১৮ এপ্রিল। বিকেলে গোলমালের খবর পেয়ে বারাণসী ঘোষ স্ট্রিটে গিয়েছিল পুলিশ। সেখানেই দুষ্কৃতীদের গুলিতে গিরিশ পার্ক থানার তৎকালীন সাব-ইনস্পেক্টর জগন্নাথ মণ্ডল (বর্তমানে কসবা থানার অতিরিক্ত ওসি) জখম হয়েছিলেন। অভিযোগ, মধ্য কলকাতার কুখ্যাত দুষ্কৃতী গোপাল তিওয়ারির দলবলই ওই হামলা চালিয়েছিল। লালবাজারের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্তে নেমে গোপাল-সহ ১৩ জনকে গ্রেফতার করে। বর্তমানে সকলেই জেল হেফাজতে রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল।
এই মামলায় মোট ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন খোদ জগন্নাথ মণ্ডলও। গোপাল-সহ বাকি অভিযুক্তেরা গত এপ্রিলে জামিন চেয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সূত্রেই সুপ্রিম কোর্ট ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিচারপর্ব শেষ করতে নির্দেশ দেয়।