ট্যাংরার মেহের আলি লেনের গুদামের অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশে দিয়েছেন। মেয়র ফিরহাদ হাকিমকে অগ্নি নিরাপত্তা অডিট কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ট্যাংরার একটি গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় গুদামটি হওয়ায় আগুন নেভাতে হিসশিম খেতে হয় দমকলের ১৫টি ইঞ্জিনকে । প্রায় ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। রবিবার সকালে ঘটনাস্থলে যান পুলিশ সুপার বিনীত গোয়েল।
রবিবার রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দমকলমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজে তদারকি করেন।
রাতেই টুইট করে এই অগ্নিকাণ্ডের জন্য রাজ্য সরকারের দিকেই অভিযোগের আঙুল তোলেন বিজেপি নেতা অমিত মালবীয় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
West Bengal Chief Minister Mamata Banerjee constitutes a high power committee to investigate the Tangra fire incident. https://t.co/6L06yxmvZ5
— ANI (@ANI) March 13, 2022