Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Mamata Banerjee

‘কার্নিভাল সেরা’ মমতার গান, রেড রোডে পাঁচ ঘণ্টার বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি হল

কার্নিভালে দলীয় সাংসদদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্নিভালে দলীয় সাংসদদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ২১:৪৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ২১:৩৪ key status

শেষ হল এ বছরের পুজো কার্নিভাল

শেষ হল ২০২৪ সালের পুজো কার্নিভাল। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজোর প্রদর্শনী দিয়ে শেষ হল শোভাযাত্রা। 

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ২১:২৩ key status

পাঁচ ঘণ্টা ধরে জমজমাট কার্নিভাল

পাঁচ ঘণ্টা ধরে রেড রোডে বর্ণাঢ্য় কার্নিভাল চলছে। একের পর এক পুজোকমিটি তাদের প্রতিমা নিয়ে বেরোচ্ছে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে থাকছে গান এবং নাচ। 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৯:৪২ key status

পুজোর কার্নিভালে চেনা এবং খ্যাতনামাদের ছড়াছড়ি, অনুপস্থিত সৌরভ

বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে রেড রোডে। টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলীরা উপস্থিত। দেখা গিয়েছে অনেক চেনা মুখকে। নত্যু পরিবেশন করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এ বার কার্নিভালে দেখা যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। 

ছবি: ফেসবুক।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৯:০১ key status

‘ডান্ডিয়া’ মমতার

পুজোর থিমে উঠে এল ডান্ডিয়া নাচ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অন্যদের সঙ্গে তাতে অংশ নিলেন।

ছবি: ফেসবুক।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৮:৫৩ key status

পুজোর কার্নিভালে ‘সেরা গান’ মমতার

পুজোর কার্নিভালে ‘সেরা গান’ ঘোষণা করা হয়েছে। গীতিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে চলছে বর্ণাঢ্য অনুষ্ঠান।

ছবি: ফেসবুক।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৭:১৯ key status

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশনায় বিধায়ক সায়ন্তিকা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করলেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। দমকলমন্ত্রী সুজিত বসুর পৌরাহিত্যে এই পুজো হয়।

ছবি: ফেসবুক।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৭:১২ key status

কার্নিভালে উপস্থিত সায়নী, জুন, রচনারা

ছবি: ফেসবুক।

সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত রেড রোড কার্নিভালে। রয়েছেন প্রাক্তন সাংসদ নুসরতও।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৭:০৪ key status

মঞ্চে গানের তালে নাচলেন টলিপাড়ার নায়িকারা

কার্নিভালে উপস্থিত টলিপাড়ার পরিচিত মুখরা। কার্নিভালে গানের তালে তালে নাচও করলেন কেউ কেউ।

ছবি: ফেসবুক।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:৫০ key status

একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা রেড রোডে

কালীঘাটের ‘ফরওয়ার্ড ক্লাব’-এর থিম ‘নাশ’। তার পর শোভাযাত্রা করল আলিপুর রোডের ‘কোলাহল গোষ্ঠী’। থিম, প্রতিমা, শোভাযাত্রা দেখে মুগ্ধ অতিথিরা।

স্নেহের পরশ: কার্নিভালে মুখ্যমন্ত্রী।

স্নেহের পরশ: কার্নিভালে মুখ্যমন্ত্রী। ছবি: ফেসবুক।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:৪৪ key status

একে একে সেরা পুজো কমিটিগুলি শোভাযাত্রা নিয়ে হাজির হচ্ছে

বাদামতলা আষাঢ় সঙ্ঘ শোভাযাত্রা নিয়ে কার্নিভালে প্রবেশ করেছে। তার পর দমদম পার্ক তরুণ দল। দক্ষিণ থেকে উত্তর কলকাতার দুই পুজো কমিটির থিমে মুগ্ধ মুখ্যমন্ত্রী।

কার্নিভালে বিদেশি অতিথিরা।

কার্নিভালে বিদেশি অতিথিরা। ছবি: ফেসবুক

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:৩৮ key status

নিজের লেখা গানের পরিবেশনা শেষ হতে হাততালি দিলেন মুখ্যমন্ত্রী

নিজের লেখা গানের পরিবেশনা শেষ হতে হাততালি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি: ফেসবুক।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:৩১ key status

কার্নিভালে মমতার লেখা ‘পুজোর গান’, গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজো উপলক্ষে গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানটিকে কার্নিভালে সেরা পুজোর গান বলে ঘোষণা করা হল। গানের সঙ্গে চলছে নৃত্য পরিবেশনা। 

কার্নিভালে নৃত্য পরিবেশনা।

কার্নিভালে নৃত্য পরিবেশনা। ছবি: ফেসবুক।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:২৬ key status

কার্নিভালে একে একে হাজির হচ্ছেন অতিথি এবং বিশিষ্টরা

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত বিশিষ্টজনেরা। সবার সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী।

Mamata at carnival

মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কথা বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাস (লাল পাঞ্জাবি)। মুখ্যমন্ত্রীর পিছনে অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:২২ key status

কার্নিভালে অতিথিদের সঙ্গে কথাবার্তা মমতার

কার্নিভালে উপস্থিত মুখ্যমন্ত্রী। কথা বলছেন অতিথি-অভ্যাগতদের সঙ্গে। সেজে উঠেছে রেড রোড।

Mamata

কার্নিভালে মমতা। ছবি:ফেসবুক

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:১৬ key status

শহরের ‘সেরা পুজোগুলি’ অংশ নিচ্ছে কার্নিভালে

২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম বার কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের আয়োজন হয়। শহরের সেরা পুজোগুলো কার্নিভালে অংশ নেয়। যত বছর ঘুরেছে, কার্নিভাল নিয়ে উন্মাদনা ততই বেড়েছে। 

timer শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:০৬ key status

মমতা উপস্থিত হলেন কার্নিভালে

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। অন্য দিকে, রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘দ্রোহের কার্নিভাল’। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy