Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Anubrata Mandal

Anubrata Mandal: হাঁটাচলা করতে পারছি না, যেতে পারব না নিজাম প্যালেস, সিবিআইকে চিঠি অনুব্রতের

জোড়া চাপে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

জোড়া চাপে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৯:১৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৮:৩৬ key status

‘অসুস্থ, হাঁটাচলা করতে পারছি না,’ ষষ্ঠবার সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত

তিনি অসুস্থ। এখন হাঁটাচলা করতে পারছেন না। তাই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। সিবিআইকে ই-মেল মারফত জানালেন অনুব্রত মণ্ডল। এ নিয়ে ষষ্ঠবার সিবিআই হাজিরা এড়ালেন তিনি।

timer শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৭:৪৯ key status

এক বার গেলে বারবার যেতে ইচ্ছে করবে সিবিআইয়ের কাছে, কটাক্ষ সুকান্তের

বারবার হাজিরা এড়ানো ঠিক নয়। তবে এক বার গেলে বারবার যেতে ইচ্ছে করবে সিবিআইয়ের কাছে। অনুব্রতকে সিবিআইয়ের তলব প্রসঙ্গে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৭:৪০ key status

অনুব্রত কি আজই যাচ্ছেন নিজাম প্যালেস?

অনুব্রত কি আজই সিবিআই দফতরে যাচ্ছেন? এখনও তা স্পষ্ট নয় বলে জানালেন নেতার আইনজীবী। ঘড়ির কাঁটা পেরিয়েছে সাড়ে পাঁচটা। কিন্তু এখনও নিজের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত। শনিবার বিকেলে তাঁকে গরু পাচার মামলা এবং রবিবার ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে তলব করেছে সিবিআই।

timer শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৭:৩৭ key status

গরু পাচার কাণ্ডে ষষ্ঠবার তলব অনুব্রতকে, এ বার সিবিআইয়ের মুখোমুখি হবেন অনুব্রত?

গরু পাচার কাণ্ডে গত পাঁচ বার অনুব্রতকে তলব করেছে সিবিআই। স্বাস্থ্যজনিত কারণে হাজিরা এড়িয়ে এসেছেন। শুক্রবার হাসপাতাল থেকে বেরতেই ফের এল সিবিআই ডাক। এ বার মুখোমুখি হবেন সিবিআইয়ের?

timer শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৭:৩৫ key status

দিল্লিতে সতীশ কুমারকে গ্রেফতার করেছে ইডি, কলকাতায় তলব অনুব্রতকে

দিল্লিতে গ্রেফতার হয়েছেন সতীশ কুমার। ১২ কোটি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। অন্য দিকে চিনার পার্কে অনুব্রতের ফ্ল্যাটে অনুব্রতকে নোটিস দিল সিবিআই। 

timer শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৭:২৯ key status

শনিবার বিকেলেই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ অনুব্রতকে

গত ৬ এপ্রিল থেকে অনুব্রত ভর্তি ছিলেন হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। ১৭ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার ছাড়া পান তিনি। জল্পনা চলছিল হাসপাতাল থেকে ছাড়া পেতেই কি সিবিআইয়ের তলব পড়বে? হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টার আগেই ডাক পড়ল সিবিআই দফতরে।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৭:২৮ key status

হাসপাতাল থেকে ফিরতেই সিবিআই-ডাক অনুব্রতকে

শনিবারই অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে‌ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE